চরফ্যাশন বেতুয়াঘাটে প্রবাসিকে মারধর : তিন আসামী জেল হাজতে

চরফ্যাশন বেতুয়াঘাটে  প্রবাসিকে মারধর : তিন আসামী  জেল হাজতে

ভোলার চরফ্যাশন বেতুয়া লঞ্চঘাটে ওমান প্রবাসি রাকিব পাটওয়ারির (৪০) কাছ থেকে জোর পুর্বক ডলার ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃত আসলামপুর ৭ নং ওয়ার্ডের ইদ্রিস খাঁর ছেলে  কামাল হোসেন (৩৫) ইসলামপুর ৩নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে হাবিবউল্লাহ (৩৮) ও আয়েশাবাগ ৯নং ওয়ার্ডের ফারুক বেকারির ছেলে  রিপন বেপারী (৩২)কে চরফ্যাশন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন  চাইলে বিজ্ঞ আদালতের বিচারক তাদের  জামিন আবেদন না  মনজুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

অপর আসামী শাজাহান (৪০) পলাতক রয়েছে।অজ্ঞাত রয়েছে আরও ৪/,৫ জন।

 শনিবার ভোলার চরফ্যাশন (বেতুয়া) লঞ্চঘাটে আসামীরা জোরপুর্বক  ওমান প্রবাসীকে মারধর করে  জোর পুর্বক ২৬৫০ ডলার ও স্বর্ণালংকার  নিয়ে যায়। এ সময় প্রবাসী রাকিব তার স্ত্রী ফাতেমা বেগম এবং ভগ্নিপতি হাসনাইনকে মারধর করে। ওমার ফেরত রাকিবের বাড়ি দক্ষিণ আইচা।এই ঘটনায় গতকাল রবিবার (২৩ জুন)  রাকিবের ভগ্নিপতি তজুমদ্দিনের চাঁচড়া এলাকার হাছনাইন বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে  চরফ্যাশন থানায় মামলা দায়ের করে। মামলার  ৩ আসামীকে  গতকাল পুলিশ গ্রেপ্তার করে।

ওমান প্রবাসী রাকিব বলেন,আমি একজন রেমিট্যান্স যোদ্ধা।শনিবার সকালে বেতুয়া  লঞ্চঘাটে নামলে কামাল, হাবিব উল্লাহ,রিপন ও শাজাহান আমার উপর এবং আমার স্বজনদের মারধর করে সাথে থাকা ডলার ও স্বর্ণালংকার নিয়ে যায়। এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের দৃস্টান্তমুলক বিচার চাই।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন বলেন, মামলার ৪ আসামীর মধ্যে ৩ জনকে আটক করে রবিবার চরফ্যাশন আদালতে সোর্পদ করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মনজুর করে। অপর আসামীকে  গ্রেপ্তারের চেষ্টা চালছে।