শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর 'স্থিতাবস্থা'

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর 'স্থিতাবস্থা'
ফাইল ফটো

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণের চলমান আইনি বিবাদে নতুন মোড় নিল। জায়েদের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত।  এ ছাড়া সাধারণ সম্পাদক পদে স্থিতি অবস্থান জারি করা হয়েছে।

বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান হাইকোর্টের আদেশ ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেন।

ওই দিন বিষয়টি আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন।

এই সময় পর্যন্ত এই পদের (স্ট্যাটাসকো) কেউই দায়িত্ব পালন করতে পারবে না।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। জায়েদ খানের পক্ষে শুনানি করেন  আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ন, আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ জয়ী হলে প্রতিদ্বন্দ্বী নিপুণ নির্বাচনে প্রভাবিত করার একাধিক অভিযোগ তোলেন। এরপর আপিলে তিনি পরাজিত হলে সমাজকল্যাণ অধিদপ্তরে অভিযোগ করেন। তখন আপিল বোর্ডকে নিষ্পত্তির আদেশ দেওয়া হয়।

রবিবার আপিল বোর্ডের সিদ্ধান্তে জায়েদকে হটিয়ে সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন নিপুণ। কিন্তু পরদিন হাইকোর্টে আবেদন করলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক উল্লেখ করে নির্দেশ আসে।

এবার নিপুণের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া সেই সিদ্ধান্ত স্থগিত করেছে চেম্বার আদালত।

এ ছাড়া সাধারণ সম্পাদক পদে স্থিতি অবস্থান জারি করা হয়েছে। এ অবস্থায় ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওই পদে কেউ বসবে না।