অসংখ্য গানের জনপ্রিয়তায় কন্ঠশিল্পী ফিরোজ প্লাবন | সংবাদ চিত্র

অসংখ্য গানের  জনপ্রিয়তায় কন্ঠশিল্পী ফিরোজ প্লাবন | সংবাদ চিত্র

ফোক ও আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রে অসংখ্য গানের সুরকার, সঙ্গীত পরিচালক জনপ্রিয় কণ্ঠশিল্পী ফিরোজ প্লাবন  দর্শক মহলে  সুপরিচিত লাভ করেছে।

বর্তমান সময়ে দর্শক শ্রোতাদের বিনোদনের চাহিদা পূরণে কণ্ঠশিল্পী ফিরোজ প্লাবন কাঙিত যোগ্যতা অর্জন করেছেন।

 বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের উন্নয়নচিত্র নৌকার গান গেয়ে বহিবিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

কণ্ঠশিল্পী ফিরোজ প্লাবনের জন্ম  ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ এলাকার চর আফজাল গ্রামে। ছোট বেলা থেকে তিনি বঙ্গবন্ধুর একজন সৈনিক।

বর্তমানে কন্ঠশিল্পী ফিরোজ প্লাবন অডিও পাড়ার একটি জনপ্রিয় নাম, নিজের লেখা, সুর, কন্ঠে ও সঙ্গীত পরিচালনায় এপর্যন্ত প্রায় হাজারের অধিক গান  গেয়েছেন। এযাবৎ বেশ কয়েকটি  মৌলিক গান  জনপ্রিয়তার শীর্ষে।

এছাড়া  চলচ্চিত্রের গানে ব্যস্ত সময় পার করছেন।বর্তমান সরকারের উন্নয়নের গান ও নির্বাচনী নৌকার গানের জনপ্রিয়তায় দেশ বিদেশে তার রয়েছে অনেক সুনাম।

সংবাদ চিত্র" পাঠক ফোরাম থেকে তার কাছে জানতে চাইলে  ফিরোজ প্লাবন বলেন, গানই আমার জীবন গানই আমার প্রান। যতদিন বেঁচে আছি গানের মাঝেই  নিজেকে নিয়োজিত রাখবো। দেশের উন্নয়ন ও মানুষের  গান গেয়ে যাবো।