পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই | সংবাদ চিত্র

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই | সংবাদ চিত্র

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ মারা গেছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জিও নিউজের বরাত দিয়ে এতথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।


উনাশি বছর বয়সী পারভেজ মোশাররফ দীর্ঘদিন ধরে অ্যামাইলয়েডোসিস রোগে ভুগছিলেন।

পারভেজ মোশাররফের মৃত্যুর পরপরই দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে শোক প্রকাশ করেন। বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

সাবেক এই সামরিক শাসক গত বছরের জুনে তিন সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন। তখন তার পরিবার মোশাররফের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানান, তিনি একটি কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন, যেখান থেকে পুনরুদ্ধার সম্ভব নয়। কারণ তার অঙ্গগুলো অকার্যকর হয়ে গেছে।

পারভেজ মোশাররফ ২০১৬ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। ২০০৭ সালে প্রেসিডেন্ট থাকার সময় বেআইনিভাবে সংবিধান বাতিল ও জরুরি অবস্থা জারির দায়ে ২০১৩ সালে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ২০১৪ সালের ৩১ মার্চ তাকে অভিযুক্ত করা হয়। ওই বছরের সেপ্টেম্বরে বিশেষ আদালতের কাছে বিচারের জন্য সব তথ্যপ্রমাণ পেশ করা হয়। তবে আপিল ফোরামে মামলাটি তোলার পর বিচারকাজ দীর্ঘায়িত হয়ে পড়ে এবং মোশাররফ ২০১৬ সালের মার্চ মাসে পাকিস্তান ছেড়ে চলে যান।চিকিৎসার জন্য তাকে দেশত্যাগের অনুমতি দেওয়া হয়েছিল।

পারভেজ মোশাররফ ১৯৪৩ সালের ১১ আগস্ট ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালের ১৯ এপ্রিল তিনি কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পান। তিনি ১৯৯৮ সালে জেনারেল পদে পদে উন্নীত হন ও পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান।