শুক্রবার ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ | সংবাদ চিত্র

শুক্রবার ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ | সংবাদ চিত্র

এম আবু সিদ্দিক। ৷ কা ল শুক্রবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এটি টুর্নামেন্টে দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। লিগপর্বে দুই দলের লড়াইয়ে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। 

ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত মহারণ শুরু হবে কাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়।কয়েকটি টিভি চ্যানেলে সরাসরি দেখাবে ফাইনাল খেলা।

ফাইনালের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক তানভীর হোসেন বলেছেন, সবার দোয়া ছিল বলেই আমরা ফাইনালে উঠতে পেরেছি। সবার দোয়া নিয়েই চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চাই।

জাতীয় দলের ম্যাচ হলে ভারতকেই ফেভারিট ধরা হতো; কিন্তু ম্যাচটি যেহেতু যুব দলের- তাই একতরফা ফেভারিট কেউ নয়। 

এই টুর্নামেন্টে বাংলাদেশই একমাত্র দল যারা শতভাগ ম্যাচ জিতেছে। যে কারণে ট্রফিটা উঁচিয়ে ধরতে বাংলাদেশিরাই বেশি দাবিদার। লিগপর্বে তিনটি ম্যাচই বাংলাদেশ ভালো খেলেছে। 

প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ভারতকে হারিয়েছিল ২-১ গোলে। মালদ্বীপকে ৪-১ গোলে হারানোর পর শেষ ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করে নেপালের বিপক্ষে।

বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা ভারত পরের তিন ম্যাচই জিতেছে। শ্রীলংকাকে ৪-০ এবং নেপালকে ৮-০ গোলে হারানোর পর শেষ ম্যাচে স্বাগতিকরা ১-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে।