চরফ্যাশন উপজেলায় ইউপি নির্বাচন: জিন্নাগড়ে এক চেয়ারম্যান প্রার্থী প্রত্যাহার | সংবাদ চিত্র

চরফ্যাশন উপজেলায় ইউপি নির্বাচন: জিন্নাগড়ে এক চেয়ারম্যান প্রার্থী প্রত্যাহার | সংবাদ চিত্র

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৷ আজ ১৯ জানুয়ারি শনিবার ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন। জিন্নাগড় ইউপিতে ৫ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদ প্রার্থী আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী চৌধুরী তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এর আগে যাছাই বাছাইতে আওয়ামীলীগ নেতা মোল্লা আবুল কালাম আজাদের মনোনয়ন বাতিল হয়ে যায়।তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করেও তার প্রার্থীতা ফিরে পায়নি। এ কারনে  তিনি উচ্চ আদালতে (হাইকোর্টে) এ ব্যাপারে কাল রবিবার রিট করবেন বলে জানিয়েছেন। শুনানীতে তার প্রার্থীতা ফিরে পাবেন বলে তিনি আশাবাদী।

জিন্নাগড়ে  অপর দুই চেয়ারম্যান মামুন কুতুব ও কামাল হোসেন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। মোল্লা আবুল কালাম আজাদের মনোনয়ন বহাল না হলে একমাত্র প্রার্থী মোঃ হোসেন মিয়া বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন! 

এছাড়া নীলকমল  ও আমিনাবা ইউনিয়নে  কোন চেয়ারম্যান প্রাথী মনোনয়ন প্রত্যাহার করেনি।

আগামী ২৮ডিসেন্বর বুধবার জিন্নাগড়, আমিনাবাদ ও নীলকমল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

চরফ্যাশন উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ  নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আগামিকাল রবিবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।