চরফ্যাশনে দূর্গাপুজায় ফল ও ফুল নিয়ে হাজির ভোলা পুলিশ সুপার | সংবাদ চিত্র

চরফ্যাশনে দূর্গাপুজায় ফল ও ফুল নিয়ে হাজির ভোলা পুলিশ সুপার | সংবাদ চিত্র
চরফ্যাশনে দূর্গাপুজায় ফল ও ফুল নিয়ে হাজির ভোলা পুলিশ সুপার | সংবাদ চিত্র

চরফ্যাশনে দূর্গাপুজায়  ফুল ও ফল নিয়ে হাজির ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম।

দূর্গাপুজায় আগতদের উদ্দেশ্যে তিনি বলেন,বাংলাদেশে সংবিধানিকভাবেই সকল ধর্মের সমান অধিকার দিয়েছে।বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাস্ট্র।যার যার উৎসব পালনে কোন বাঁধা নেই।

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে  আজ (৪অক্টোবর) মঙ্গলবার  সন্ধ্যা ৭টায় চরফ্যাশনে  কালীবাড়ি ও হরি বাড়িতে পূজা মন্ডপ  পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, এইদেশ  সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আপনারা প্রতিবারের মত এবারও নির্ভিঘ্নে ধর্মীয় উৎসব পালন করুন, আপনাদের কোন ভয় নেই।আমরা এবছরে নিরাপত্তার জন্য ভোলা জেলায় প্রতিটি পুজা মন্ডপে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি।পাশাপাশি আনসার ও সাদা পোশাকে সিভিল পুলিশ বাহিনী দায়িত্ব পালন করছে। এসব কারনে কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে সাহস পাবেনা।

এ সময় উপস্থিত  আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি,আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ কয়ছর আহমেদ দুলাল,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহম্মদ উল্লাহ।পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু,পৌর কাউন্সিলর আবদুল মতিন মোল্লা।
এসময় পুলিশ সুপারের সাথে ছিলেন চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন, শশীভূষন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটওয়ারী।