চরফ্যাশনে মায়া নদিতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু | সংবাদ চিত্র

চরফ্যাশনে মায়া নদিতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু | সংবাদ চিত্র

ভোলার চরফ্যাশনের মায়া নদীতে মাছ ধরতে গিয়ে মাটিচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৬ অক্টোবর) সকালে ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ফাহিম ব্রিকস সংলগ্ন এলাকা থেকে চরফ্যাশন ফায়ার সার্ভিসের সদস্যরা মো. আওলাদ হোসেন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার করেছে।
আওলাদ হোসেন শশিভূষণ থানা সংলগ্ন এওয়াজপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মো. ইমাম হোসেনের ছেলে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকালে জাল নিয়ে মায়া নদীতে মাছ শিকার করতে যায় আওলাদ । মাছ ধরা অবস্থায় নদীতে জাল ফেলতে গেলে একপর্যায়ে উপর থেকে নদীর তীরের মাটি ভেঙে আওলাদের গায়ে পরলে সে পা পিচ্ছলে নদীতে পড়ে যায়। পরে জালের সঙ্গে আওলাদের শরীর পেঁচিয়ে যায়। এতে নদীতেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে শরীরে জাল পেঁচানো অবস্থায় আওলাদের মরদেহ উদ্ধার করে।
শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আওলাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জনপ্রতিনিধিদের মাধ্যমে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।