চরফ্যাশনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

চরফ্যাশনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
চরফ্যাশনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

বর্ণাঢ্য নানা আয়োজনে “বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস” পালন করেছে যুব রেড ক্রিসেন্ট চরফ্যাসন উপজেলা টিম। 

যুদ্ধহীন মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ও মানবসেবামূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় “বাঁচিয়ে রাখি মানবতা”।
১৮২৮ সালের ৮ মে রেড ক্রস এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন।

মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে প্রতিবছর তাঁর জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারাবিশ্বে উদযাপন করা হয়। 

তারই ধারাবাহিকতায় বুধবার সকালে চরফ্যাসনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়, শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। আলোচনা সভা, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়।

উপদল নেতা তরিকুল ইসলামের সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান টিমের যুব সদস্যরা, এ সময় টিম লিডার মোবাশ্বের আলম নিশাত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

চরফ্যাসন পৌর মেয়র মোঃ মোরশেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যানঃ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন আখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ উপজেলা সহকারি সমাজসেবা অফিসার, আকলিমা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতিঃ মেহেদী হাসান সোহাগ, পৌর ছাত্রলীগের সভাপতিঃ মইনুল ইসলাম আরমান, ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষকঃ রাখি রানী দাস, ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাসন উপজেলার সভাপতিঃ মনির আসলামি সহ যুব রেড ক্রিসেন্ট টিমের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদা মানব কল্যাণে কাজ করে থাকে, বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড, প্রচণ্ড শীত প্রভৃতি দুর্যোগে নিজেদের জীবন পরোয়া না করে ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি ভিত্তিতে খাদ্যসামগ্রী, ওষুধপত্র, বস্ত্র, অস্থায়ী আশ্রয় সামগ্রী প্রদান এবং উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে থাকে।

এ সকল মানবিক কার্যক্রমে জড়িত তরুণ-তরুণীর হাত ধরেই তৈরি হবে জাতির জনক বঙ্গবন্ধুর আগামীর স্বপ্নের সোনার বাংলাদেশ।