বাংলা নববর্ষে "সংবাদ চিত্র"র পক্ষ থেকে শুভেচ্ছা

বাংলা নববর্ষে "সংবাদ চিত্র"র পক্ষ থেকে শুভেচ্ছা

বাংলা নববর্ষে "সংবাদ চিত্র"র পক্ষ থেকে শুভেচ্ছা।১৪ এপ্রিল পহেলা বৈশাখ,বাংলা সনের ১ম দিন।বাংলা সালের প্রবর্তক হলেন একজন মুসলিম শাসক যার নাম মোঘল সম্রাট আকবর।অথচ আমরা না জেনে এটাকে হিন্দুয়ানী উৎসব মনে করি।আমরা Happy New Year খুব জাকঁজমকভাবে পালন করি অথচ ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের বাংলাসনকে অবজ্ঞা করি।

মূলত আমাদের ইসলাম ধর্মে যেগুলো বেদাত,যেমন মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন পশু পাখি বা মানুষের মুখোশ পড়া।মেলায় গিয়ে অশ্লীল নাচ- গানে অংশ নেয়া।জুয়া খেলা,লটারিতে যোগ দেয়া।হিন্দু বা অন্যান্য ধর্মের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করা।
আমরা নিজেদের বড় মুসলিম দাবি করি অথচ আরবি ১২ মাসের নাম জানিনা,হিজরী কত সন তা ও জানিনা।কিন্তু না জেনে ভুল ফতোয়া দেই।
ভাষা আল্লাহর দান।যেমন ইংরেজি ভাষাকে আমরা খ্রিস্টানদের ভাষা মনে করি অথচ আমেরিকা, অস্ট্রেলিয়া  ও ইংল্যান্ডে অসংখ্য আল্লাহওয়ালা লোক আছে যারা ইংরেজিতে কথা বলে কারন এটা তাদের মাতৃভাষা। আমরা বেশিরভাগ মানুষ আমাদের দেশে নামাযে বাংলা নিয়্যাতকরি।তাহলে কি?
আমাদের ধর্মীয় গ্রন্থে স্পষ্ট বলা আছে না জেনে কোনভাবেই ভুল ফতোয়া দেয়া যাবেনা।
আমি বাংগালী, বাংলাদেশী,আমি গর্বিত। 
সুতরাং বাংলা সনকে আমি বরণ করে নিলাম আলহামদুলিল্লাহ। শুভ নববর্ষ।