ভ্রমণপ্রিয় সঙ্গীর জন্য ভালোবাসা দিবসের উপহার

ভ্রমণপ্রিয় সঙ্গীর জন্য ভালোবাসা দিবসের উপহার
ফাইল ছবি

আসছে ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসার মানুষকে কী উপহার দেবেন ভেবেছেন? ট্র্যাভেল করা যদি আপনার ও সঙ্গীর শখ হয়ে থাকে, তাহলে কিনতে পারেন নিচের কিছু উপহার।  

স্পোর্টস ক্যামেরা

দু’জন এক সাথে ভ্রমণ করা যদি প্যাশন হয় আপনাদের, তাহলে গো প্রো এর মতো স্পোর্টস ক্যামেরা উপহার দিতে পারেন ভালোবাসার মানুষকে। পাহাড় বা বাইকে চড়া, সমুদ্রে ডাইভিং করার দুর্লভ মুহূর্তগুলো আপনাদের জন্য বন্দি করে রাখবে এই ক্যামেরা।

বহনযোগ্য তাঁবু

যদি বনে বা পাহাড়ে ঘুরতে পছন্দ করে সঙ্গী, তাহলে এই ভ্যালেন্টাইনস ডে তে ভালোবাসার মানুষকে পোর্টেবল তাঁবু উপহার দিতে পারেন। খেয়াল রাখবেন, যেকোনো আবহাওয়াতে টিকে থাকার মতোই যেন আকর্ষণীয় হয় তাঁবুটি।

মজবুত ব্যাকপ্যাক

এবারের ভ্যালেন্টাইনস ডেতে আপনার পার্টনারকে উপহার দিতে পারেন বেশি জিপ ও পকেটসহ আকর্ষণীয় ও মজবুত একটি ব্যাকপ্যাক। এখন সোলার প্যানেল সংযুক্ত ব্যাকপ্যাকও পাওয়া যায়, যা মোবাইল ফোন ও ল্যাপটপ চার্জ করার জন্য সহায়ক। বেছে নিন তেমন কোনও ব্যাকপ্যাক।

ট্র্যাভেল স্ক্রেচ ম্যাপ

আপনার পার্টনারকে ট্র্যাভেল স্ক্রেচ ম্যাপ উপহার দিতে পারেন। এ ধরনের ম্যাপে আপনি যে এলাকা ভ্রমণ করেছেন, তা স্ক্রেচ করে তুলে ফেলা যায় ও যে এলাকায় যাবেন সেগুলো শনাক্ত

স্লিপ মাস্ক

ভ্রমণের সময় বাসে, ট্রেনে বা প্লেনে আরামদায়ক ঘুমের জন্য স্লিপ মাস্ক বা আই মাস্ক কিনে দিতে পারেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া