দৌলতখানে ভূমিদস্যু ও চাঁদাবাজের বিরুদ্ধে মানববন্ধন | সংবাদ চিত্র 

দৌলতখানে ভূমিদস্যু ও চাঁদাবাজের বিরুদ্ধে মানববন্ধন  |  সংবাদ চিত্র 

ভোলার দৌলতখান উপজেলার ৪নং উত্তর জয়নগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মাঝি বাড়ির আবু সুফিয়ান গংদের বিরুদ্ধে ভুমিদস্যু ও চাঁদাবাজীর অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসীসহ ভুক্তভোগী নাছির মাঝির পরিবার।

সোমবার বিকালে মাঝি বাড়ীর পাকা রাস্তায় শত-শত মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন। 

মানববন্ধনে অভিযোগ করেন, হাসনাইন ও হাসানসহ আবু সুফিয়ান গং এলাকায় ভূমিদস্যু, চাঁদাবাজী, সাধারণ মানুষকে মারধর করাসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন তারা। ভূমিদস্যু চাঁদাবাজ চক্রটিকে চাঁদা না দিলে নিরীহ মানুষের উপর হামলা চালিয়ে  মিথ্যা মামলা দেয় তারা।  তাদের হামলা মামলার শিকার এলাকার প্রায় শত-শত মানুষ। নাসির মাঝি তার নিজ জমিতে ঘর উত্তোলন করতে গেলে  ৯ লক্ষ টাকা চাঁদা দাবী করে আবু সুফিয়ানসহ ওই চাদাঁবাজ চক্রটি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নাসির মাঝি গংদের ৩ টি বসত ঘরের নির্মান কাজ বন্ধকরে দেয় ওই ভূমিদস্যুরা।

দাবীকৃত চাঁদা না পেয়ে ভূমি দস্যুরা  নাটকীয় ভাবে নাসির মাঝির পরিবারের বিরুদ্ধে ভোলা বিজ্ঞ আদালতে একের পর এক মিথ্যা মামলা কেরন।  যাহার মামলা নং সিআর ২১৮/ ২২ দৌ: সহ আরো ৫ টি মিথ্যা মামলা দেয় তারা। পরে ৯ লক্ষ টাকা চাঁদা দাবী করছে চাঁদাবাজ চক্রটি। চাঁদা না পেলে আরো মিথ্যা মামলা ও হত্যার হুমকি দেয় তারা।

ভুক্তভোগী নসু, রিজিয়া, কাঞ্চনসহ আরো অনেকে মানববন্ধনে অংশগ্রহণ করে অভিযোগ করে বলেন, ভূমিদস্যু আবু সুফিয়ান গংরা এলাকায় তাদেরকে হামলা ও মিথ্যা মামলা দিয়ে প্রায় ২ একর জমি জোর পূর্বক দখল করেছে। এলাকায় কোন শালিস বিচার মানছে না। মিথ্যা মামলা ও জোর পূর্বক জমি দখল করাসহ চাঁদাবাজী করাই তাদের পেশা ও নেশা।

অন্যদিকে অভিযুক্ত আবু সুফিয়ানের কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে তার বড় ছেলে হাসনাইন বলেন, নাছির মাঝি গংদের কাছে তারা জমি পাবে। তাই তাদের সাথে কথা কাটাকাটি হয়। নাসির মাঝি ১শত ভি সুপারি লুট করেছে বলে মামলা দেয়ার বিষয়ে হাসনাইন বলেন, জমি নিয়ে বিরোধ চলমান থাকায় তাদেরকে মামলা দেয়া হয়েছে, সত্য মিথ্যা দিয়ে মামলা করতে হয়।

এবিষয়ে উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির আহমেদ জানান, আবু সুফিয়ান গং এলাকার দুষ্ট প্রকৃতির লোক ও মামলাবাজ। তারা কোন আইন আদালত ও কোন বিচার  মানে না। নাসির মাঝিদের সাথে বর্তমানে যে আমি নিয়ে বিরোধ রয়েছে আমার জন্মের পর থেকেই দেখে আসছি নাছির মাঝি ওই জমি ভোগ দখলে রয়েছে।  হঠাৎ করেই শুনি ওই জমি আবু সুফিয়ান গং পাবে দাবী করে নাসির মাঝিদের ঘর উত্তোলনে বাধা প্রদান করছে। একাধিকবার কাগজপত্র নিয়ে ইউনিয়ন পরিষদে ডাকলেও আবু সুফিয়ানরা কোন কথাই মানছেনা।