রাজনৈতিক সমাবেশে চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষক!

রাজনৈতিক সমাবেশে চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষক!
রাজনৈতিক সমাবেশে চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষক!

ভোলা জেলার চরফ্যাশন সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে সরকার বিরোধী রাজনৈতিক সভা সমাবেশে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। ২০১১ সনে কলেজটি সরকারী হওয়ার আগে থেকেই তিনি চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চরফ্যাশন কলেজ সরকারী হওয়ার পরও তিনি সরকারী বিধি উপেক্ষা করে বিএনপির সভা সমাবেশে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। 

কলেজ সূত্রে জানা গেছে ছেলের অসুস্থতার অজুহাত দেখিয়ে গত ১১ জুন তিনি ছুটি নিয়ে ঢাকার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দেন। চরফ্যাশন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে কর্মীদের নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যোগ দেন। সরকারী কলেজের এই শিক্ষকের রাজনৈতিক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় তোলপাড় শুরু হয়। 

অধ্যক্ষ আব্দুল গফুর বলেন, এক দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে তার রাজনৈতিক সমাবেশে যোগদানের ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনাটি দুঃখজনক। সরকারী চাকুরি বিধি অনুযায়ী কোন শিক্ষক রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া সম্পূর্ণ বিধি পরিপন্থী। 

এ ব্যাপারে ব্যবস্হাপনা বিভাগের প্রভাষক মোঃ আলাউদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।বিএনপির কোন সমাবেশে আমি যাইনি।প্রকাশিত আমার ছবি ও ভিডিও অনেক আগের।