চরফ্যাশনে সেটেলমেন্টের জরিপ কার্যক্রম পর্যবেক্ষণে সার্ভে কমিটির প্রথম সভা | সংবাদ চিত্র

চরফ্যাশনে সেটেলমেন্টের জরিপ কার্যক্রম পর্যবেক্ষণে সার্ভে কমিটির প্রথম সভা | সংবাদ চিত্র

চরফ্যাশন উপজেলা সেটেলমেন্ট সার্ভে কমিটির প্রথম সভা অনুস্ঠিত। ২৫ সেপ্টেন্বর রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা আল নোমান সভাপতিত্বে সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবদুল মতিন খান,বিভিন্ন ইউপি চেয়ারম্যান,সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা শফিকুল ইসলাম, জরিপ কার্যক্রমের সাথে জড়িত উপ-সহকারী সেটেলমেন্ট কর্মকর্তাবৃন্দ,সার্ভেয়ার এসময় উপস্থিত ছিলেন।

 গত ১৪ সেপ্টেন্বর ভূমি মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত  জরিপ কার্যক্রম পর্যবেক্ষণ সংক্রান্ত উপজেলা সেটেলমেন্ট সার্ভে কমিটির এটি প্রথম সভা।কমিটির সদস্যরা হলেন উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,সকল ইউপি চেয়ারম্যান,সভাপতি ও সম্পাদক প্রেসক্লাব,সভাপতি ও সম্পাদক উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি, অধ্যক্ষ, নজরুল ইসলাম বিএড কলেজ ও সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা।

সভার সভাপতি উপজেলা  নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন,নাগরিক সেবা নিশ্চিত করতে ডিজিটালাইজেশন পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণে সরকার কাজ শুরু করেছে। জরিপ কার্যক্রমের জন্য ড্রোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে মৌজা ম্যাপস প্রণয়নে পটুয়াখালী জোনে ইটবাড়িয়া মৌজায়  ভূমি জরিপের কাজ চলছে। জনগনকে দ্রুত সেবা দেয়ার জন্য সরকারের পক্ষ আমরা সেবা দিয়ে যাচ্ছি।


চরফ্যাশন সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান বলেন,ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাইফুজ্জামান মহোদয় সারাদেশে  ভূমি সংক্রান্ত যে কোন সেবা দিতে ইউনিয়ন পর্যায়ে কম্পিউটারাইজেশন পদ্ধতি চালু করেছেন। হয়রানীবন্ধে দ্রুত সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর।

অনুস্ঠানে বক্তব্য রাখেন চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি  এম আবু সিদ্দিক, মুজিব নগর ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া, ওসমানগন্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, আমিনাবাদ ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, হাজারীগন্জ ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম, জাহানপুর ইউ চেয়ারম্যান নাজিম উদ্দিন, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা শফিকুল ইসলাম, উপ সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃআবু তাহের,কৃঞ্চ চন্দ্র দে, জিন্নাগড় (পৌর) ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ও চর মানিকা ইউপি ভূমি কর্মকর্তা মারুফ হোসেন ও দৈনিক যুগান্তর চরফ্যাশন (দক্ষিণ) প্রতিনিধি মোঃ আমির হোসেন।