চরফ্যাশনে মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্প উদ্বোধন | সংবাদ চিত্র

চরফ্যাশনে মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্প উদ্বোধন | সংবাদ চিত্র

আজ মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, The Swedish Postcode Foundation এর অর্থায়নে এবং Concern Worldwide এর সহযোহিতায় পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর বাস্তবায়নে Midwifery-led health services for the islands people in Bangladesh (MLHS) বা “মিডওয়াইফ চালিত স্বাস্থ্যসেবা” নামক শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানটি চরফ্যাশন উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তারা উপকূলবর্তী জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার সংকট মোকাবেলায় বিভিন্ন করণীয় ও পরিকল্পনা ধরেন, যাতে এই অঞ্চলের জনগোষ্ঠী নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা পেতে পারে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর ডা. ইকবাল কবীর, পিএইচডি, কো-অর্ডিনেটর, ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ্ প্রমোশন ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আল নোমান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাপস কুমার শীল, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, ভোলা, মোঃ শাহীন হাসান সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, ভোলা ও ডা. আফরোজা পারভীন, সহকারী পরিচালক (সিসি), পরিবার পরিকল্পনা, ভোলা, চরফ্যাশন  উপজেলা  চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, ডা. মাহাবুব কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোঃ ছালাউদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, (চরফ্যাশন)।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন ও মনপুরা উপজেলার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, গুরুত্বপূর্ণ সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ এবং কনসার্ন ওয়াল্ডওয়াইড ও পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সংবাদকর্মিরা। 

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জাকির আহমেদ খান, ডেপুটি ডাইরেক্টর, প্রোগ্রাম ইম্পিমেন্টেশন, কনসার্ন ওয়াল্ডওয়াইড।  
মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর অতিঃ ব্যবস্থাপনা পরিচালক, মোঃ সাখাওয়াত হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দুর্গম অঞ্চলের জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজন সরকারী ও বেসরকারী সংস্থার সমন্বিত প্রচেষ্টা” এই প্রকল্পটি দুর্গম চরাঞ্চলের মানুষের বিশেষ করে মহিলাদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর পাশাপাশি তিনি এই প্রকল্পের জন্য সার্বিক সফলতা তামনা করেন এবং প্রকল্প বাস্তবায়নে সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানের সভাপতি  আল নোমান, উপজেলা নির্বাহী অফিসার বলেন, “এই উপকূলীয় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রজনন ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সমুহের মান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোকে এগিয়ে  আসতে হবে। এই প্রকল্পের ফলে স্বাস্থ্যসেবা বঞ্চিত চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। এই দুর্গম অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের মাধ্যমে তাদের স্বাস্থ্যঝুঁকি হ্রস করবে।”  তিনি এই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তার সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। 

উল্লেখ্য যে, The Swedish Postcode Foundation এর অর্থায়নে এবং Concern Worldwide এর সহযোহিতায় পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর বাস্তবায়নে Midwifery-led health services for the islands people in Bangladesh (MLHS) বা ”মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা” নামক শীর্ষক প্রকল্পের মাধ্যমে মিডওয়াইফ ও মেডিকেল এসিস্ট্যান্ট নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রকল্পটি সরকারী, বেসরকারী ও স্থানীয় সরকারের তত্বাবধানে ত্রিপক্ষীয় অংশীদারত্বের ভিত্তিতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ২টি ও মনপুরা উপজেলার ২টি ইউনিয়নে বাস্তবায়ন হচ্ছে।