চুলের বিভিন্ন সমস্যা দূর করবে পেঁয়াজের ৩ প্যাক

চুলের বিভিন্ন সমস্যা দূর করবে পেঁয়াজের ৩ প্যাক

লম্বা, ঘন ও মজবুত চুলের জন্য পেঁয়াজের হেয়ার প্যাক বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। চুল পড়ে যাওয়া, অকালে পেকে যাওয়া কিংবা খুশকির মতো সমস্যাগুলোকে বিদায় জানাতে পেঁয়াজের প্যাক খুবই কার্যকর।

যেসব কারণে চুলের যত্নে পেঁয়াজ ব্যবহার করবেন

চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে।চুল ভেঙে যাওয়া ও পাতলা হয়ে যাওয়া রোধ করে।পেঁয়াজে থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট চুলের অকালে পেকে যাওয়া রোধ করে।খুশকির বিরুদ্ধে লড়াই করে।চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে।নিয়মিত ব্যবহার করলে গজায় নতুন চুল।

পেঁয়াজের বিভিন্ন প্যাক যেভাবে বানাবেন

লম্বা ও ঝলমলে চুলের জন্য পেঁয়াজ ও মধুর হেয়ার প্যাক ব্যবহার করুন। ২ টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন সময় নিয়ে। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে এই প্যাক দুইবার ব্যবহার করলেই ফল পাবেন দ্রুত।মজবুত চুল চাইলে ক্যাস্টর অয়েলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে ব্যবহার করুন। সমপরিমাণ পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ১ ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।চুলের যত্নে ডিম ও পেঁয়াজের রসের প্যাক বানিয়ে ফেলতে পারেন। একটি ডিম ফেটিয়ে ১ টেবিল চামচ পেঁয়াজের রস ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে অপেক্ষা করুন। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।