বৈরি আবহাওয়ায় চরফ্যাশনের দুই ট্রলারডুবি | সংবাদ চিত্র

বৈরি আবহাওয়ায় চরফ্যাশনের দুই ট্রলারডুবি | সংবাদ চিত্র

ভোলার চরফ্যাশনের ঢালচরের  অদুরে সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে দুই ট্রলার ডুবি হয়েছে।

২ ট্রলারের ২০জেলের মধ্যে ১৭ জনকে উদ্ধার হলেও  এখনও নিখোঁজ রয়েছে ৩ জেলে।

গতকাল থেকে উপকূল জুড়ে বৈরি আবহাওয়ায় আবুল কালাম মাঝি ও ইউছুফ মাঝির দুই ট্রলার প্রবল ঝড়ের কবলে পড়ে সাগরের মধ্যে উল্টে যায়। জানা গেছে,  আবুল কালাম মাঝির ট্রলারের ১২ জেলে ও জাল উদ্ধার হয়েছে।অপর দিকে ইউসুফ মাঝির ৮ জেলের মধ্যে ৫ জনকে অপর জেলে নৌকার সহযোগিতায় উদ্ধার করা গেলেও বাকি ৩ জেলে এখনও নিখোঁজ।

উদ্ধার হওয়া জেলেরা  ঢালচরের ইউপি চেয়ারম্যান কে মুঠোফোনে জানান, সাগরে মাছ ধরতে গিয়ে ঢালচরে দুই ট্রলারের ২০ জন জেলের মধ্যে ১৭ জন উদ্ধার  হলেও ৩ জন এখনও নিখোঁজ রয়েছে।উ

উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন পটুয়াখালীর মহিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বাকি জেলেরা রাতে ঢালচর এলাকায় ফিরছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ঢালচরের হাওলাদার মাৎস্য ঘাট হতে ইউসুফ মাঝির ট্রলারের ৮ জন ও কালাম মাঝির ট্রলারের ১২জন জেলে  সাগরে মাছ ধরতে যায়।গতকাল বৈরি আবহাওয়ার কারনে সাগর উত্তাল থাকায় কুলে ফিরার চেস্টা করেও ফিরতে পারেনি।

মঙ্গলবার সাগরে আকস্মিক ঝড়ো বাতাস শুরু হলে পাশাপাশি থাকা দুই ট্রলার উল্টে যায়।এতে কালাম মাঝি ট্রলারের ১২ জেলে ও জালসহ সবাইকে উদ্ধার করা গেলেও ইউসুফ মাঝির ৮ জেলের মধ্যে ৫জনকে উদ্ধার করা গেলেও ৩ জেলে এখনও নিখোঁজ রয়েছে।

পটুয়াখালীর মহিপুর এলাকার একটি ট্রলারের সাহায়তায় ইউসুফ মাঝির ট্রলারের ৮ জনের মধ্যে ৫ জনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টায় ঢলচর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম "সংবাদ চিত্র" কে জানান, ট্রলার দু'টি প্রচন্ড ঝড়ের কবলে পড়ে  উল্টে যায়,এতে ইউসুফ মাঝিসহ পাঁচজনকে মহিপুরের একটি ট্রলার উদ্ধার করে। তবে নিখোঁজ অন্য জেলেরা বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।  তবে সাগর উত্তাল থাকায় সেখানে কোনো ট্রলার যাওয়া সম্ভব হচ্ছেনা।