চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন | দসংবাদ চিত্র

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের  উদ্বোধন | দসংবাদ চিত্র

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রম এর উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয়  মন্ত্রী  জাহিদ মালেক । 

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ২টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। উদ্বোধনের মাধ্যমে ১২জেলা ও ৪০টি হাসপাতালে  স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা কার্যক্রম চালু  হয়। 

আজ বেলা ২টা ৩০মিঃ চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকতাগণ যুক্ত হন। 

জুম ভিডিও কনফারেন্স প্রাথমিকভাবে ১২টি জেলা ও ৪০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান।

বিশেষ অতিথি চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মাহাবুব কবির,চরফ্যাসন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম আবু সিদ্দিক।

 এছাড়াও হাসপাতালের চিকিৎসক নার্স ও দাপ্তরিক কর্মকর্তা কর্মচারিগন  উপস্থিত ছিলেন।