চরফ্যাশনে জেলেদের ফিশিং ট্রলারে ডাকাতি : আহত-৫ | সংবাদ চিত্র

চরফ্যাশনে  জেলেদের ফিশিং ট্রলারে ডাকাতি : আহত-৫  | সংবাদ চিত্র
ইসমাইল মাঝির মাযের দোয়া ট্রলারে ডাকাতির পরে উদ্ধারকৃত জেলেরা।

ভোলার চরফ্যাশনের চর কচ্ছপিয়া এলাকায় মেঘনা নদীতে 'মায়ের দোয়া' নামের জেলেদের ফিশিং ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৌ- ডাকাতরা ট্রলার মালিক ইসমাইল মাঝী, রিপন,  ইউছুফ ,আঃ মজিদ ,ছালাউদ্দিন সহ ৫ জন জেলেকে এলোপাথারী পিটিয়ে আহত করেছে। ডাকাতি শেষে ট্রলারের ইঞ্জিন বিকল করে  ডাকাতরা পালিয়ে যেতে যায়।

আহত ইসমাইল মাঝি জানান, মঙ্গলবার  রাতে  নদীতে মাছ ধরে ভাসানচরে ট্রলার নোঙ্গর করলে  দ্রতগামি একটি ট্রলারযোগে ১৫/২০ জনের সশস্ত্র নৌ-ডাকাত ফিশিং ট্রলারে হামলা চালায়। এতে ৫ জন জেলে গুরুতর আহত হয়।এসময় ট্রলারে থাকা ইলিশ, ৩ ব‍্যারেল ডিজেল, ১টি জেনারেটর,২টি ব্যাটারি, ৭টি মোবাইল নিয়ে যায়। ট্রলারের ইঞ্জিন বিকল করে দ্রুত সময়ের মধ্যে তারা চলে যায়।এসময় তাদের সবাই মুখোশ পড়া ছিল।


দক্ষিণ আইচা থানার (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান,নদীতে নৌ-ডাকাতরা  জেলেদের পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি।এ ব্যাপারে জেলেরা মামলা করলে  আইনগত ব্যাবস্হা নিবো।