চরফ্যাশনে  বিলুপ্ত প্রজাতির উদবিড়াল  | সংবাদ চিত্র

ভোলার চরফ্যাশনে বিলুপ্ত প্রজাতির প্রায় ৮ কেজি ওজনের দুইটি উদ বিড়াল উদ্ধার করে খালে অবমুক্ত করা হয়েছে। 

গতকাল দুপুরে  উপজেলার সুন্দরী খালে অবমুক্ত করা হয়েছে।এই তথ্য বলে  নিশ্চিত করেছেন বনবিভাগের বিট কর্মকর্তা আবুল কাশেম মিয়া।
 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এওয়াজপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির ও কাদেরের বাড়ির পুকুরে উদবিড়াল দুটি ভাসতে থাকে।  মানুষ দেখলে ডুব দেয়। পুকুরের মালিক উদবিড়াল ধরতে  জাল দিয়ে ফাঁদ পাতে। পরে গতকাল জালে  বিলুপ্ত প্রজাতির দুটি উদবিড়াল ধরা পড়ে। খাঁচায় আটক করে চরফ্যাশন বন-বিভাগকে খবর দিলে তারা উদবিড়াল দুইটি উদ্ধার করে নিয়ে যান।

চরফ্যাশন বন-বিভাগের বিট কর্মকর্তা আবুল কাশেম জানান, বিলুপ্ত প্রজাতির দুইটি উদবিড়াল উদ্ধার করে চরফ্যাশন রেঞ্জের পূর্ব পাশে সুন্দরী খালে অবমুক্ত করা হয়েছে। তিনি জানান, এসব ভোদর বা উদ বিড়াল এখন আর সচরাচর দেখা যায়না।  এরা সাধারণত  নদী,পুকুর জলাশয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। ছোট নদীতে সহ মানুষের উৎপাতের কারনে লোকালয়ে চলে আসে।