চরফ্যাশনে তিন ইউপিতে তিনজনের মনোনয়ন বাতিল | সংবাদ চিত্র

চরফ্যাশনে তিন ইউপিতে তিনজনের মনোনয়ন বাতিল | সংবাদ চিত্র

ভোলার চরফ্যাসন উপজেলায় তিন ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীসহ তিন মেম্বর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে রিটানিং কর্মকর্তা।

আজ শনিবার  অফিসার্স ক্লাবে যাছাই বাচাই কালে এসব প্রার্থী ও তাদের পরিবারের সদস্যরা সরকারী সুযোগ সুবিধার গ্রহন করায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়,চরফ্যাসন উপজেলার জিন্নাগড়, আমিনাবাদ ও নীলকমল তিন ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীসহ ১৪ জন চেয়ারম্যান, সাধারন সদস্য পদে ১০২জন, সংরক্ষিত পদে ৩০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

শনিবার মনোনয়ন পত্র যাচাই বাচাই কালে জিন্নাগড় ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোল্লা আবুল কালাম আজাদ এর পরিবাররের সদস্যদের নামে  জিন্নাগড়  ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর আওয়াতায় ১০ টাকা কেজি দরের চালের ডিলারশীপ থাকায় প্রাথমিকভাবে মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

অপর দিকে একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারন সদস্য প্রার্থী মোঃ রুবেলের নামে খাদ্যবান্ধদ কর্মসূচীর আওয়াতায় ১০ টাকা কেজি দরের চালের ডিলারশীপ থাকায় তার মনোনয়ন পত্র প্রাথমিভাবে বাতিল করা হয়েছে। এছাড়াও নীলকমল ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের সাধারন সদস্য প্রার্থী আবুল কালাম আজাদের ঋণ খেলাপীর দায়ে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, নিজ নির্বাচনী এলাকায় এসব প্রার্থী ও তাদের পরিবারের সদস্যরা সরকারী সুবিধার আওয়াতায় থাকায় যাচাই বাচাই কালে তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়। তবে প্রার্থীদের আপিল করার সুযোগ আছে।

আগামি ২৮ডিসেন্বর এই তিন ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে।