চরফ্যাশনে বরিশাল রিজিয়নের টুরিস্ট পুলিশের মতবিনিময় | সংবাদ চিত্র

চরফ্যাশনে বরিশাল রিজিয়নের  টুরিস্ট পুলিশের মতবিনিময়  | সংবাদ চিত্র

ভোলার চরফ্যাসনে সম্ভাবনাময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বাংলাদেশ টুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় চরফ্যাসন শহরের হোটেল মারুফ ইন্টারন্যাশনাল  লাউঞ্জে বরিশাল রিজিয়নের টুরিস্ট পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মি,হোটেল ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি দের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় চরফ্যাশন উপজেলার গুরুত্বপূর্ণ পর্যটন স্পটে পর্যটকদের  উদ্বুদ্ধ করতে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ,অনাগত যে কোন পরিস্থিতিতে পর্যটকদের আইনগত সহায়তা প্রদান সহ নানাবিধ বিষয় নিয়ে  আলোচনা হয়। এসময় জ্যাকব টাওয়ার,শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, দৃষ্টি নন্দন ফ্যাশন স্কয়ার, বেতুয়া প্রশান্তি পার্ক, খামার বাড়ি রিসোর্ট,ইকো পার্ক কুকরি মুকরি, লাল কাকড়ার দ্বীপ তারুয়া সহ চরফ্যাসনের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে আসা পর্যটকদের ভ্রমণকে নিরাপত্তা নিশ্চিত করাই টুরিস্ট পুলিশের কাজ।  মতবিনিময়ে আগতদের পরামর্শের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন বরিশাল রিজয়নের পুলিশ সুপার আশরাফুর রহমান। 
মতবিনিময় সভায় আরো অংশ গ্রহণ করেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আযাদ রহমান, চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম সৌরভ, চরফ্যাসন থানার অফিসার ইন চার্জ (ওসি) মোরাদ হোসেন, চরফ্যাসন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম, আবু সিদ্দিক,হোটেল ব্যবসায়ী বাবুল মিয়া, মারুফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী  মারুফ হোসেন মিয়া,হোটেল বকসী ইন্টারন্যাশনালের জিএম মোঃ হোসেন বকশী, হোটেল গ্রীণ প্যালেসের মালিক ব্যবসায়ী রাজিব হোসেন ও দেশের কন্ঠ  সংবাদদাতা নুরুল্লাহ ভূইয়া।