ভোলার তিন উপজেলাসহ ৪৫ কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন | সংবাদ চিত্র

ভোলার তিন উপজেলাসহ ৪৫ কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন | সংবাদ চিত্র
ভোলার তিন উপজেলাসহ ৪৫ কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন | সংবাদ চিত্র

প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউিনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন।

বুধবার সকাল ১০ টায় ভোলার চরফ্যাশন, বরগুনার আমতলী, চট্রগ্রামের বাঁশখালী, কক্সবাজারের পেকুয়া উপজেলা যুক্ত হন ভার্চুয়ালি কনফারেন্সে।

ভোলার চরফ্যাশন, লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলসহ ৪৫ টি উপজেলা কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ভোলা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, জেলা প্রশাসক তৌফিক-ইলাহি চৌধুরী, পুলিশ সুপার সাইফুল ইসলাম, চরফ্যাশন পৌর মেয়র মোঃ মোরশেদ, চরফ্যাশন উপজেলা নির্বাহি কর্মকর্তা আল নোমান,উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শোভন বসাক,উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি,প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাশেম মহাজন,পৌর আওয়ামীলীগের সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে ৪টি বিভাগে ১৩ টি জেলায় ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন।