চরফ্যাশনে তিন ইউপি নির্বাচন: প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ | সংবাদ চিত্র

চরফ্যাশনে তিন ইউপি নির্বাচন: প্রার্থীদের মধ্যে  প্রতীক বরাদ্দ | সংবাদ চিত্র


আগামী ২৯ ডিসেম্বর ভোলার  চরফ্যাশন উপজেলার নীলকমল, আমিনাবাদ ও জিন্নাগড় ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ রবিবার (১১ ডিসেম্বর ) ছিল চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের দিন।

চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তিনটি ইউনিয়নে মোট ১০ জন চেয়ারম্যান ও ১১৯ জন মেম্বার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

নীলকমল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলমগীর হাওলাদার (নৌকা) ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন (মটর সাইকেল), আবুল কাশেম (আনারস), জিল্লুর রহমান (ঘোড়া ),ওয়াহিদ্দুজামান (অটো রিক্সা) ও ইউসুফ আলী( চশমা) প্রতীক নিয়ে  প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আমিনাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন (নৌকা) , সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মিঠু (আনারস) ও আনোয়ার হোসেন (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচন করবেন ।  

জিন্নাগড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মধ্যে তিনজনই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। একমাত্র প্রার্থী মোল্লা আবুল কালাম আজাদের মনোনয়ন বাতিল হওয়ায় তিনি উচ্চ আদালতে এ ব্যাপারে আজ রিট করেছেন।এখন  শুনানীর অপেক্ষায় তার প্রার্থীতা  নিয়ে। হাইকোর্টে  প্রার্থীতা ফিরে না পেলে একক প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া (নৌকা) কে  বিনা প্রতিদ্বন্দ্বিতায়  চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেয়া হবে।

এদিকে জিন্নাগড় ইউপিতে সদস্য (সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন। নীল কমল ইউপি সদস্য সাধারণ সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন এবং আমিনাবাদ ইউপিতে  সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য পদে ২২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জনের মধ্যে  প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম  এই তথ্য নিশ্চিত করেছেন।