চরফ্যাশনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

চরফ্যাশনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার (২০মে) দুপুরের দিকে জেলা নির্বাচন অফিসে ৬ষ্ঠ উপজেলা পরিষদ চতুর্থ ধাপের নির্বাচনে চরফ্যাশনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আলমগীর হোসেন  প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।


চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন আকন (মটর সাইকেল), দুলার হাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ,কে,এম শাহে আলম খোকন (হেলিকপ্টার), জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সংবাদকর্মী শহিদুল ইসলাম সোহেল ফরাজী (নাঙ্গল), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (সাবেক) ও সর্বাধিক  নৌকা মার্কার গান গেয়ে সারাদেশে আলোচিত কন্ঠশিল্পী ফিরোজ প্লাবণ (ঘোড়া), মরহুম অধ্যক্ষ মোহাম্মদ আরব আলী মাষ্টারের কন্যা শাহিদা আক্তার বেনু (আনারস) প্রতীক পেয়েছেন।


ভাইস চেয়ারম্যান পদে মো.সাদেক মিয়া (তালা), সাবেক পৌ কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান (বই) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেযারম্যান পদে আকলিমা বেগম মিলা (কলস) হাসিনা বেগম ( ফুটবল) প্রতীক পেয়েছেন। 


উল্লেখ্য, চতুর্থ ধাপের এ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জুন। এতে চরফ্যাশন উপজেলায় একটি পৌরসভা ও ২১ ইউনিয়নে ৩ লাখ ৯৭ হাজার ২১৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৮৫২ জন। নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৩৬৩ জন। এবং তৃতীয় লিঙ্গের ৪ জন নতুন ভোটার।