চরফ্যাশনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শিক্ষার্থীদের ১৭ দফা

চরফ্যাশনে স্বাস্থ্যসেবা  নিশ্চিত করতে শিক্ষার্থীদের ১৭ দফা

ভোলার চরফ্যাশন সরকারি বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শিক্ষার্থীদের ১৭ দফা দাবি বাস্তবায়ন করতে  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেছে। 
সোমবার দুপুর১২ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চরফ্যাশন হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা  শোভন বসাক কে তারা দাবি বাস্তবায়নে এই পত্র দেয়। শোভন বসাক তাদের যৌক্তিক  দাবি সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার আশ্বাস দেন। 
 
এসময় শিক্ষার্থীদের ১৭ দফা দাবির মধ্যে সকাল ৮টা- ২.৩০মিঃ পর্যন্ত রোগি দেখবেন।  ইমারজেন্সি ডক্টর সেফটি লেজার এবং সিসিটিভি মনিটরিং করতে হবে। রোগিদের কর্তব্যে অবহেলায়অভিযুক্ত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের  শাস্তিমুলক বদলী, সরকারি সাপ্লাইকৃত  মেডিসিন রোগীরা যেন সঠিকভাবে পায়,সঠিকভাবে মনিটরিং করতে হবে, বন্ধ থাকা সরকারি  এক্সরে, আল্ট্রাসনোগ্রামপ্যাথলজিকাল ও এম্বুলেন্স ২৪ ঘন্টার মধ্যে চালু করতে হবে।বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা নির্দিষ্ট সময় ব্যতিত হাসপাতালে ডাক্তারদের সাথে  ভিজিট বা দেখা করতে পারবে না, তারা রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবে না। প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে টেস্ট বাণিজ্য বন্ধ করতে হবে।

অদক্ষ নার্স ও টেকনেশিয়ান দের চিহ্নিত  করতে হবে। শতভাগ ডেলিভারি সিজার বানিজ্য, ও ব্লাড বানিজ্য বন্ধ করতে হবে এবং নরমাল ডেলিভারি সেবা নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বসাক বলেন, শিক্ষার্থীদের ১৭ দফা দাবি সঠিক। সবার সাথে আলোচনা করে দাবি সমুহ দ্রুত সংস্কার করা হবে।