চরফ্যাশনে কৃষি প্রযুক্তি মেলার সমাপণী | সংবাদ চিত্র

চরফ্যাশনে কৃষি প্রযুক্তি মেলার সমাপণী | সংবাদ চিত্র

নুরুল্লাহ ভুইয়া, চীফ রিপোর্টার।।  অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় কৃষি প্রযুক্তি এনে দেবে নতুন মাত্রা ' এই স্লোগানে উজ্জিবিত হয়ে ভোলা কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চরফ্যাশনে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপণী।

রবিবার(৯ জুন) দুপুর ২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামানের  সভাপতিত্বে 
কৃষি প্রযুক্তি মেলায় বিভিন্ন স্কুলের অর্ধশত শিক্ষার্থী'র মাঝে  আমের ফলজ চারা বিতরণ করা হয়। মেলা শেষে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি বের হয়। 

কৃষিমেলায় লক্ষ্য উদ্দেশ্য  পুকুরপাড়ে সবজি চাষ, বহু মাত্রিক ও পরিত্যক্ত জমির ব্যবহার, ভার্মি কম্পোস্টের ব্যবহার এবং নিরাপদ সবজি চাষ ও মডেল পুষ্টি বাগানের চিত্র প্রদর্শনী তুলে ধরেন, চরফ্যাশন উপজেলা  উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছানাউল্লাহ আজম।