ঈদুল আযহায় শেখ হাসিনার উপহার পেলেন ১৮ হাজার গৃহহীন পরিবার

ঈদুল আযহায় শেখ হাসিনার উপহার পেলেন  ১৮ হাজার গৃহহীন পরিবার

সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচীর আশ্রয়ণ-২ এর আওতায় ভোলার চরফ্যাশনের ১১০৭  গৃহহীন-ভূমিহীনদের গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 ঈদুল আযহার উপহার হিসেবে মঙ্গরবার গণভবন থেকে বেলা ১১-৩০মিঃ ভিডিও কনফারেন্সের মাধ্যমেগুহ ও ভুমিহীন পরিবারের মাঝে  জমির মালিকানার দলিল ও ঘর হস্তান্তর  কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশে ঈদুল আযহা  উপহারের ঘর পেয়েছে ১৮ হাজার ৫৬৬টি পরিবার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে এসব ঘর পেয়েছে তারা। ২৬টি জেলার ৭০ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে । 

ভোলার চরফ্যাশন
লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার 
 সাথে ভিডিও কনফারেন্সের  মাধ্যমে সংযুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর ও জমির দলিল  হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শেখ হাসিনা।  

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন মানুষের হাতে দুই শতক করে জমিসহ ১৮ হাজার ৫৬৬টি ঘরের দলিলপত্র হস্তান্তর করেন।
 এ উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার চর কচ্ছপিয়া আশ্রয়ণ প্রকল্পে বর্ণাঢ্য আয়োজন করা হয়। এ সময় ভার্চুয়ালি ভোলার চরফ্যাশনের দু'জন উপকারভোগী'র সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। 

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চরফ্যাশনে ১১০৭ টি
গৃহহীন পরিবারের কাছে
জমি সহ গৃহের দলিল হস্তান্তর করেন ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। 
ভোলার তিনটি উপজেলা চরফ্যাশন, বোরহান উদ্দিন ও মনপুরার গৃহহীন মানুষকে জমিসহ ঘর উপহার দিয়ে গৃহহীনমুক্ত করায়  ভোলা জেলা প্রশাসক  আরিফুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: শহীদুল্লাহ,পুলিশ সুপার মাহিদুজ্জামান, ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন ও উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক।