চরফ্যাশন খাসমহল জামে মসজিদে রমজানের প্রথম জুমা- সংবাদ চিত্র

s c

চরফ্যাশন খাসমহল জামে মসজিদে  রমজানের প্রথম জুমা- সংবাদ চিত্র
চরফ্যাশন খাসমহল জামে মসজিদে  রমজানের প্রথম জুমা- সংবাদ চিত্র

এম আবু সিদ্দিক।।পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজ আজ মুসল্লিরা অনানুষ্ঠানিকভাবে  আদায় করেন নির্মাণাধীন দৃস্টিনন্দন চরফ্যাশন খাসমহল জামে মসজিদে।
নতুন মসজিদে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করতে এসে মুসল্লিদের মধ্যে ছিল ধর্মীয় উচ্ছাস উদ্দিপণা।
আন্তর্জাতিক মানের  এই মসজিদে জুমার নামাজ পড়তে জেলার বিভিন্ন স্হান থেকে  আসা মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে।  জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও মসজিদ কমিটির সভাপতি আল নোমান,পৌর মেয়র মোঃ মোরশেদ।
আরও উপস্হিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ  সম্পাদক মোঃ নুরুল ইসলাম ভিপি,চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র। 

নামাজের পূর্বে খতিব মোঃ রফিকুল ইসলাম বলেন,ভোলা-৪ চরফ্যশন-মনপুরা আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব  মহোদয়ের চরফ্যাশনে  অবিস্মরণীয় উন্নয়নের মধ্যে সর্বশ্রেষ্ট উন্নয়ন হল চরফ্যাশন খাসমহল জামে মসজিদ।নতুন মসজিদের আশপাশের সৌন্দর্য বর্ধনের কাজের জন্য পুরাতন মসজিদ ভাঙ্গার কারনে নতুন মসজিদে নামাজ আদায় করতে হচ্ছে।নতুন মসজিদের অসমাপ্ত নির্মাণকাজ শেষ হলে ভোলা জেলার আলেম ওলামা একরাম ও দেশের গন্যমান্য ব্যক্তিবর্গদের উপস্হিতিতে আনুষ্ঠানিকভাবে  এই মসজিদ শুভ উদ্বোধন করবেন এমপি মহোদয়।খুতবায় রোজার গুরুত্ব, তাৎপর্য ও জরুরি মাসলা-মাসায়েল সম্পর্কে বিশেষ বয়ান রাখেন খতিব।নামাজ শেষে দেশ, জাতিসহ মসজিদের  নির্মাণকাজে যারা সম্পৃক্ত ছিলেন তাদের জন্য  বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জুমার নামাজের আগে কানায় কানায় ভরে যায় নতুন মসজিদ। অনেকেই জুমার নামাজ শেষে দৃস্টিনন্দন মসজিদের স্হাপনা ঘুরেঘুরে দেখেন।
দেশ বিদেশে নির্মিত অধিকাংশ মসজিদগুলোর মধ্যে পরিবেশ বান্ধব এধরনের মসজিদ বাংলাদেশে এই প্রথম।