সিত্রাংয়ে সাহসী ভূমিকায় চরফ্যাশন পৌর মেয়রের উপহার | সংবাদ চিত্র

সিত্রাংয়ে সাহসী ভূমিকায়  চরফ্যাশন পৌর মেয়রের উপহার | সংবাদ চিত্র

ঘূর্ণীঝড় সিত্রাংয়ের দিন ও পরদিন জনসাধারণের স্বাভাবিক চলাচলের জন্য  চরফ্যাশন ফায়ার সার্ভিস সদস্যদের  সাহসি ভূমিকায় পৌরমেয়র  তাদের কাজের স্বীকৃতিতে বিনোদনের জন্য উপহার দেন একটি কালার স্মার্ট টেলিভিশন।

গত সোমবার উপকূলীয় এলাকা ভোলার চরফ্যাশনে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে লন্ডভন্ড চরফ্যাশন পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিধ্বস্ত ঘরবাড়ী ও রাস্তার উপরে পড়ে থাকা গাছপালা, বিদ্যুতের ক্ষতিগ্রস্ত পুল ও তার অপসারন করে জনসাধারণের চলাচলে  দুইদিনব্যাপি চরফ্যাশন ফায়ার সার্ভিস অনন্য ভূমিকা পালন করে।

আজ বুধবার পৌরভবনের সামনে ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ও সদস্যদের  হাতে এই পুরস্কার তুলে দেন চরফ্যাশন পৌরসভার কর্মবীর মেয়র মোঃ মোরশেদ।

স্টেশনের সদস্যরা  টি -২০ ক্রিকেট  বিশ্বকাপ ও আসন্ন নভেন্বরে অনুষ্ঠিতব্য  বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করার জন্য  তাদেরকে এলইডি একটি  স্মার্ট টিভি উপহার দেয়া হয়।এসময় পৌরসভার  কাউন্সিলর মোস্তাহিদুল হক তানভীর, আকতারুল আলম সামু, আবদুল মতিন মোল্লা ও পৌরসভার কর্মকর্তা কর্মচারি  এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানুষের কল্যাণে পৌর মেয়রের এমন স্বীকৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক  প্রশংসিত হয়েছে।

পৌর মেয়র মোঃ মোরশেদ বলেন, ভবিশ্যতে সরকারি বে-সরকারি প্রতিষ্টানের পাশাপাশি যেকোন স্বেচ্ছাসেবক সংগঠন সেবামুলক এমন কাজে  এগিয়ে আসলে ভবিশ্যতে তাদের জন্য মেয়রের পুরস্কার অব্যাহত থাকবে ।