লঘুচাপ থেকে ক্রমে ঘূর্ণিঝড়ে রুপ নিচ্ছে ‘আসানি-সংবাদ চিত্র

লঘুচাপ থেকে ক্রমে ঘূর্ণিঝড়ে রুপ নিচ্ছে ‘আসানি-সংবাদ চিত্র

এম আবু সিদ্দিক।।দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুনির্দিষ্ট লঘুচাপটি প্রথমে নিম্নচাপ, পরে গভীর নিম্নচাপ থেকে রবিবার বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি ঘূর্ণিঝড় আসানিতে রূপ নেওয়ার পর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে। 

আজ  ৭মে শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ঘূর্ণিঝড় আসানি সুস্পষ্ট লঘুচাপেই আছে। লঘুচাপটি এখন দক্ষিণ আন্দামান সাগরের আশপাশেই অবস্থান করছে এবং সেখানে অবস্থান করেই আরও ঘণীভূত হচ্ছে। এখনো বঙ্গোপসাগরে আসেনি। বিষয়টি সার্বক্ষণিক আমাদের নজরদারিতে আছে।’

তিনি জানান, সুস্পষ্ট লঘুচাপটি আজ বিকালে নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর এটি গভীর নিম্নচাপ হয়ে আগামীকাল বিকালের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী ১০ থেকে ১২ মের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে।