বরিশাল বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস-সংবাদ চিত্র

বরিশাল বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস-সংবাদ চিত্র

এম আবু সিদ্দিক।।বরিশাল বিভাগীয় আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বরিশাল বিভাগের সর্বত্র বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিন দিন এভাবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উপকূলীয় এলাকার নদ-নদীতে  টানা বৃস্টিতে দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেতে পারে।

বরিশাল বিভাগীয় আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশালে ৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, অশনির প্রভাবে বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলে গতকাল থেকে মাঝে মাঝে গুঁড়িগুঁড়ি এবং ভারি বৃস্টিপাত হচ্ছে।সবচেয়ে বেশি বৃস্টি হচ্ছে ভোলা জেলায়।গতকাল সোমবার সকালের পর থেকেই মেঘের আড়ালে চলে যায় সূর্য। অভ্যন্তরীণ নদীবন্দর ও সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিভাগের সাত জেলায় জেলায় প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টারগুলো। সেখানে গবাদি পশু রাখারও ব্যবস্থা করেছে প্রশাসন।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল আরও জানান, গতকাল সোমবার পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় বরিশালে ৭.৭ মিঃমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সাত জেলায় ভারী ও অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।