চরফ্যাশনে পাতিলার খাল থেকে মৃত হরিণ উদ্ধার | সংবাদ চিত্র

চরফ্যাশনে পাতিলার খাল থেকে মৃত হরিণ উদ্ধার | সংবাদ চিত্র

ভোলার চরফ্যাশনে চরপাতিলার খাল থেকে ভাসমান হরিণ উদ্ধার করেছে কুকরিমুকরি রেঞ্চের বন-বিভাগ। বৃহস্পতিবার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ চরকুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা এলাকার খাল থেকে  চিত্রা হরিণটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত  মৃত হরিণটি খালে ভেসে আসে।

চরকুকরি-মুকরি বন-বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুমন দাস বলেন,  চরপাতিলা খালে ভাসমান অবস্থায় একটি মৃত হরিণ ভাসতে দেখে স্থানীয়রা  কুকরিমুকরি বন-বিভাগকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনুমানিক ২৬ কেজি ওজনের একটি মৃত  হরিণ উদ্ধার করা হয়।এটি চিত্রা হরিণ বলে বনবিভাগ জানান।

তিনি জানান, ঘুর্ণিঝড় মোখার পর ভারি  টানা বর্ষনের কারনে হরিণটি উঁচু স্থানে  যেতে  না পারায় পানিতে পরে ডুবে হরিণটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া মৃত চিত্রা হরিণটি  মাটিতে পুঁতে ফেলা হবে।