চররফ্যাশনে স্মার্ট ভূমি সেবা সাপ্তাহ উদযাপন | সংবাদ চিত্র

চররফ্যাশনে স্মার্ট ভূমি সেবা  সাপ্তাহ  উদযাপন | সংবাদ চিত্র

স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সোমবার (২২ মে) থেকে রোববার (২৮ মে) পর্যন্ত সারাদেশের ন্যায় চরফ্যাশন উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদযাপন হয়েছে।
এই বছর ভূমিসেবা সপ্তাহটি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমিসেবা উদ্যোগ এবং জাতীয় ভূমি সম্মেলন ২০২৩-এর ধারাবাহিকতায় চরফ্যাশন উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদযাপন উদ্বোধন করা হয় সকাল ১০টায় চরফ্যাশন উপজেলার ভূমি অফিস চত্তরে।  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, শিক্ষকমন্ডলী,সাংবাদিক ও মসজিদের ইমামসহ অন্যান্য সুধিমন্ডলী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া, ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান। শুরুতে সহকারি কমিশনার  অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর ব্যবস্থা গ্রহণ করাকে এবারের ভূমি সেবা সপ্তাহে উপজেলা পর্যায়ে সেবার  গুরুত্ব তুলে ধরেন। এছাড়া অফিসের প্রবেশ মুখে নামজারির প্রবাহচিত্র স্থাপন, নামজারি/ জমি ভাগ/ খারিজ করতে মোট খরচ ১ হাজার ১৭০ টাকা লিখিত সাইনবোর্ড লাগানোসহ যাবতীয় সেবার ব্যানার ও প্ল্যাকার্ড স্থাপন করার পাশাপাশি ডিসিআর এবং খতিয়ান প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা’ এবং ‘ডাকযোগে ভূমিসেবা’ বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে।