চরফ্যাশন আমিনাবাদ ইউপিতে স্বতন্ত্র্র প্রার্থীর উঠান বৈঠক জনস্রোত | সংবাদ চিত্র 

চরফ্যাশন আমিনাবাদ ইউপিতে স্বতন্ত্র্র প্রার্থীর উঠান বৈঠক জনস্রোত  | সংবাদ চিত্র 

আগামী ২৯ ডিসেম্বর চরফ্যাসন উপজেলার আমিনাবাদ  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন প্রার্থীরা নিজেদের প্রতীকের পক্ষে ভোট চেয়ে ভোটাদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

এদিকে আজ বৃহস্পতিবার  (২২ ডিসেম্বর ) সন্ধ্যায় আমিনাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সায়েদুর রহমান মিঠুর পক্ষে  ২নং ওয়ার্ডের মাতাব্বর বাড়ির সামনে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত উঠান বৈঠকে আমিনাবাদ ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল দেখার মত। মূলত সহস্রাধিক  মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি জনসভায় রূপ নেয়। উঠান বৈঠকটি আনারস মার্কার স্লোগানে মুখরিত হয়। 
নুরুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আনারস মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা জামিয়াতুল মোদার্রেছীন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মতিন মোল্লা, সুপার মাওলানা ফরহাদ হোসেন,  ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র তানভীর হোসেন, উপজেলা সোচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মাস্টার জামাল উদ্দিন প্রমুখ।

চেয়ারম্যান প্রার্থী সাইয়েদুর রহমান মিঠু বলেন, আমি আপনাদের ভোট দেয়ার অধিকার ফিরিয়ে দিয়েছি।আমি কেবল ভোট চাইতে পারি। সুতরাং আমাকে নির্বাচিত করলে বিগত দিনের মত, ভবিষতে ও আপনাদের খেদমতে আত্ন নিয়োগ করবো ইনশাআল্লাহ। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যেকোনো সেবা ( জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ ও ওয়ারিশ সনদ) ফ্রী প্রদান করবো।আগামি ২৯ ডিসেম্বর আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের খেদমত করার সুযোগ করে দিবেন।