ঈঁদের ছুটিতে বর্ণিল সাজে সেজেছে চরফ্যাশন | সংবাদ চিত্র

ঈঁদের ছুটিতে বর্ণিল সাজে সেজেছে চরফ্যাশন | সংবাদ চিত্র
কুইন আইল্যান্ড অব ভোলার চরফ্যাশনের চর কুকরিমুকরি। ছবি- সংবাদ চিত্র
ঈঁদের ছুটিতে বর্ণিল সাজে সেজেছে চরফ্যাশন | সংবাদ চিত্র

ঈঁদুল ফিতরের  টানা পাঁচ দিনের ছুটিতে নতুন সাজে প্রাকৃতিক অপরুপ সৌন্দর্যময় এলাকা চরফ্যাশন সেজেছে নতুন সাজে।আজ ঈদেরদিন থেকে ভ্রমন পিপাসুরা ভীড় করছে দর্শনীয় স্থান গুলোতে ।

আজ ঈদের পরদিন (রবিবার) সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে ফ্যাসন স্কয়ার,জ্যাকব টাওয়ার,বেতুয়া প্রশান্তি পার্কে আনন্দ উপভোগ করতে  আসা শুরু করেছে ভ্রমন পিপাসুরা। বিকালে শিশু বিনোদন পার্কে আজ বেশি সংখ্যক মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পার্ক কর্তৃপক্ষ 
দ্বীপ জেলা ভোলা সদর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোলঘেষে অবস্থিত  ম্যানোগ্রোভ বনাঞ্চল কুকরি মুকরি। কুইন আইল্যান্ডখ্যাত কুকরিমুকরি ম্যানোগ্রোভ বনঅঞ্চলের চারদিকে গড়ে উঠেছে আর্টিফিসিয়াল ইকোপার্ক। 

আগ থেকেই  প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ এক লীলাভূমি চরফ্যাশন। ট্রলার বা স্পীডবোটে ছোটছোট খালের বাকেবাকে যাওয়ার সময় দুই পাশের প্রাকৃতিক ম্যানগ্রোভ বন যেন সুন্দরবনের অবয়ব চোখের পলকে ভেসে ওঠে।

দু'পাশে সুন্দরী, গেওয়া, গরান এবং শ্বাসমূলীয় গাছ, গোলপাতার বাগান। গহীন অরণ্যে দূর থেকে হয়তো দেখা মিলতে পারে  হরিণের বিচরণ। শিয়াল,বানরসহ নানান রকম পশু প্রাণির অবাধ বিচরণ। দৃস্টিনন্দন নারকেল বাগানে নারকেল" না থাকলেও সেখানে গড়ে উঠেছে বনবিভাগের ইকোপার্ক। আশপাশের বনে হরেক রকম পাখ- পাখালীর কল-কাকলিতে মুখরিত বনাঞ্চল। নারকেল বাগানের সামনে রয়েছে বঙ্গোপসাগর কোলঘেষে বিশাল সমুদ্র সৈকত।ঈদের  ছুটিতে আগত  ভ্রমণ পিপাসুদের নিশ্চিত মনমুগ্ধ করবে চরফ্যাশনের দর্শনীয় নৈসর্গিক অপরুপ সৌন্দর্যের এই লীলাভূমি।