চরফ্যাশনে নিখোঁজ ৮জেলে পরিবারকে বসুন্ধরা গ্রুপের সহায়তা | সংবাদ চিত্র

চরফ্যাশনে নিখোঁজ ৮জেলে পরিবারকে বসুন্ধরা গ্রুপের  সহায়তা | সংবাদ চিত্র
চরফ্যাশনে নিখোঁজ ৮জেলে পরিবারকে বসুন্ধরা গ্রুপের  সহায়তা | সংবাদ চিত্র

ভোলার চরফ্যাশন উপজেলার নিখোঁজ ৮ জেলে পরিবারকে বসুন্ধরা গ্রুপের আর্থিক সহায়তায় দৈনিক কালের কন্ঠের স্বেচ্ছাসেবী সংঘঠন শুভ সংঘের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আজ বুধবার ভোলার চরফ্যাশন প্রেসক্লাব হলরুমে নিখোঁজ জেলে পরিবারবর্গের হাতে চাল, ডাল, আলু, তেল, মুড়ি, লবন খাদ্য সহায়তা প্যাকেট তুলে দেন শুভ সংঘের প্রধান উপদেস্টা অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, উপদেস্টা অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, এম আবু সিদ্দিক, কামাল মিয়াজি, মাইনুল ইসলাম মনির, কামরুল সিকদার, শুভ সংঘ কমিটির নয়া কমিটির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক ইউসুফ হোসাইন ইমন ।
নিখোঁজ চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানা এলাকার চর মানিকা এলাকার জেলে রাসেল এর পক্ষে তার পিতা আবু পাটওয়ারী, আঃ মন্নানের পক্ষে পিতা নাছির মাঝি, আঃ রহমান মানিকা পক্ষে স্ত্রী শাহনাজ বেগম,শশীভুষণ থানার জাহানপুর ইউনিয়নের জুয়েল এর পক্ষে ভাই মহাসিন, রসুলপুর এলাকার ছাদেক এর পক্ষে স্ত্রী হনুফা বেগম, নজরুল পক্ষে মা আমেনা বেগম, চর মানিকার ইসমাঈল এর পক্ষে স্ত্রী রুমা বেগম, তছলিমের পক্ষে ভাই জামাল বসুন্ধরা গ্রুপের পক্ষে শুভ সংঘ থেকে খাদ্য সহায়তার ব্যাগ গ্রহন করেন।

আরও উপস্থিত ছিলেন অধ্যাপক খোরশেদ আলম, অধ্যাপক মহিউদ্দিন বাচ্চু , শুভ সংঘের সহ-সভাপতি মনির আসলামী, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান মামুন ও ইউনুছ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল্লাহ ভুইয়া, শাহাবুদ্দিন হাওলাদার, দপ্তর সম্পাদক মাহাবুব আলম আপন, অর্থ সম্পাদক তছলিম আখন।