জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে যোগ দিতে যুক্তরাস্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি | সংবাদ চিত্র

জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে যোগ দিতে যুক্তরাস্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি | সংবাদ চিত্র
জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে যোগ দিতে যুক্তরাস্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি | সংবাদ চিত্র

জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। স্থানীয় সময় সোমবার দুপুর আড়াইটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।

তাদের যুক্তরাষ্ট্রে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।


বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর একটি ছবি পোস্ট করে টুইটে রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত লিখেছেন, আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধানকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। শীর্ষ সৈন্য ও পুলিশ যোগানদাতা দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন স্থাপত্যকে শক্তিশালী করার বিষয়ে অবদান রাখতে আগ্রহী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও সম্মেলনে যোগ দিচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহা-পরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা সরকারি আদেশে (জিও) বলা হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী এই সফরের খরচ পুলিশের জননিরাপত্তা বিভাগ বহন করবে। এ সফরের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে।

সফর ও ট্রানজিটের সময় কর্মরত হিসেবে গণ্য হবেন এবং ৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে তারা নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে আদেশে জানানো হয়েছে।