ওরা জীবন দিয়েছে তবুও ছাড়েনি স্কুলব্যাগ | সংবাদ চিত্র

ওরা জীবন দিয়েছে তবুও ছাড়েনি স্কুলব্যাগ | সংবাদ চিত্র

হারুন অর রশিদ।।যমদূত দুই শিশুর জীবন কেড়ে নিতে পারলেও শিশুদের হাতের বইখাতা কেড়ে নিতে পারেনি।ওরা যমদূতকে জীবন দিয়েছে, তবুও ছাড়েনি প্রিয় স্কুলব্যাগ।

ভোলার চরফ্যাশনে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাঁকো থেকে খালে পড়ে নিহত প্রথম শ্রেণির শিক্ষার্থী নিশাদ আর ইয়াছিনের কথা।
বুধবার সাঁকো সংলগ্ন খালের গভীর থেকে নিশাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।  নিশাদের দেহ প্রাণহীন থাকলেও মুষ্টিবদ্ধ হাতে ধরা ছিল স্কুলব্যাগ। নিখোঁজের ২৪ ঘন্টা পর আজ বৃহস্পতিবার দুপুরে দূর্ঘটনাস্থল সাঁকো থেকে আধা কিলোমিটার দূরে ধান ক্ষেতে মিলেছে শিশু ইয়াছিনের মরদেহ। রাতের জোয়ারে ভেসে খাল থেকে মরদেহটি আধা কিলোমিটার দূরের ধানের ক্ষেতে উঠে  পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের ডুবুরীদল মরদেহটি তুলে নিতেই চোখে পড়ে মরদেহের মুষ্টিবদ্ধ হাতে ধরা আছে তার প্রিয় স্কুলব্যাগটি।
দুই সহপাঠী নিশাদ আর ইয়াছিনের একই দূর্ঘটনায় মৃত্যূ আর স্কুলব্যাগের সাথে অভিন্নপ্রীতি শোকাহত সকলকে হতবিহ্বল করেছে।
আমি প্রিয় সন্তানসম নিশাদ আর ইয়াছিনের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। স্বজনদের জন্য সমবেদনা জ্ঞাপন করছি।

লেখকঃ হারুন অর রশিদ

প্রধান শিক্ষক