চরফ্যাশনের কৃতি সন্তান মেহেদী হাসান রনভীর ব্যরিস্টার এট ল ডিগ্রি অর্জন | সংবাদ চিত্র

চরফ্যাশনের কৃতি সন্তান মেহেদী হাসান রনভীর ব্যরিস্টার এট ল ডিগ্রি অর্জন | সংবাদ চিত্র
চরফ্যাশনের কৃতি সন্তান মেহেদী হাসান রনভীর ব্যরিস্টার এট ল ডিগ্রি অর্জন | সংবাদ চিত্র

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কৃতি সন্তান এডভোকেট মেহেদী হাসান রনভী  সম্প্রতি যুক্তরাজ্যের ইংল্যান্ড (লন্ডন) থেকে কৃতিত্বের সাথে বার-এট-ল পাশ করেছেন।।  

ব্যারিস্টার মেহেদী হাসান রনভী চরফ্যাশন পৌর এলাকা কলেজপাড়াস্থ  অধ্যাপক আবদুর রব সাহেবের সুযোগ্য সন্তান।স্কুল জীবনে ছোটবেলা থেকেই মেহেদি হাসান রনভী মেধাবি ছাত্র ছিলেন।

১৯৯১ সালে চরফ্যাশন ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং চরফ্যাশন মহাবিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এইচ,এস,সি ও ১৯৯৫ সালে স্নাতক পাশ করেন।এরপর  এলএলবি পাশ করে ঢাকা জর্জকোর্টে আইন পেশায় নিয়োজিত থাকেন।

করোনার আগে ২০২০ সালে যুক্তরাজ্যে ইংল্যান্ডে আইনের উপর উচ্চতর ডিগ্রি অর্জনে বার -এট ল"তে ভর্তি হন। এরপর সেখান থেকে ২০২২ সালে কৃতিত্বের সাথে ব্যারিস্টার এট "ল" উচ্চতর ডিগ্রী লাভ করেন। তার বার এট "ল" ডিগ্রি অর্জনে ভোলার  মানুষ গর্বিত।

দলমত নির্বিশেষে তার কাছে দেশবাসীর প্রত্যাশা,  আইনি সেবার মাধ্যমে মানুষ যেন সুশাসন থেকে যেন বঞ্চিত না হয়।