চরফ্যাশনে জেলে পরিবারের মাঝে চেক ও গবাদী পশু হস্তান্তর 

চরফ্যাশনে জেলে পরিবারের মাঝে চেক ও  গবাদী পশু  হস্তান্তর 
চরফ্যাশনে জেলে পরিবারের মাঝে চেক ও  গবাদী পশু  হস্তান্তর 

ভোলার চরফ্যাশনে সম্প্রতি ঘুর্ণীঝড়ে  নিখোঁজ ও মৃত জেলে পরিবারের মাঝে  আর্থিক সহায়তার চেক এবং কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ গবাদী পশু (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। 

শনিবার চরফ্যাশন উপজেলা পরিষদের চত্বরে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য বিভাগের উদ্যোগে

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আনিছুর রহমান তালুকদার, বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (চরফ্যাশন) মারুফ হোসেন মিনার জানান, উপকূলে প্রাকৃতিক দূর্যোগে মৃত ৫ জেলে পরিবারের মাঝে আর্থিক সহায়তা ৫০ হাজার করে ২ লাখ ৫০ হাজার টাকার চেক এবং নিবন্ধিত ২১ জেলেদের মাঝে ২১টি গবাদী পশু (বকনা বাছুর) হস্তান্তর করা হয়েছে।