চরফ্যাশনে ওষুধ প্রশাসনের অভিযান | সংবাদ চিত্র

চরফ্যাশনে ওষুধ  প্রশাসনের অভিযান | সংবাদ চিত্র
চরফ্যাশনে ওষুধ  প্রশাসনের অভিযান | সংবাদ চিত্র

মানহীন ভেজাল ওষুধ বিক্রির দায়ে  চরফ্যাশনে অভিযান। আজ বৃহস্পতিবার (২মার্চ) দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তর ভোলার ড্রাগ সুপার ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় চরফ্যাশন হাসপাতাল রোডে অবস্থিত মা মেডিক্যাল হলের মালিক শাহীনকে ভেজাল ঔষধ বিক্রি, অবৈধ বিদেশি ঔষধ মজুদ ও ভ্যাট ফাঁকি দেয়া সহ মোট ৫টি অভিযোগে আটক করে চরফ্যাশন থানাপুলিশ। এসময় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেলে ফার্মেসী ব্যবসায়ী দোকান বন্ধ করে দেয় ।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল মতিন খান ও ড্রাগ সুপার ইফ্রাহিম ইকবাল চৌধুরী জানান, আজ দুপুরে  হাসপাতাল রোডস্থ মেসার্স মা  মেডিক্যালে অভিযান চালিয়ে নিম্নমান কোম্পানির ওষুধ ও অবৈধ বিদেশি ওষুধ মজুদ রাখার দায়ে  মালিক শাহিনকে ৫হাজার টাকা জেল জরিমানা করা হয়েছে।

ভ্যাট, ট্যাক্স ফাঁকি দেয়া সহ মোট ৫টি অভিযোগের ভিত্তিতে মা মেডিকেলের মালিক শাহিনকে ভ্রাম্যমাণ আদালতে ১মাসের সাজা দেয়া হলেও ভবিশ্যতে নিন্ম মানে ও অবৈধ ওষুধ বিক্রি না করার শর্তে ভ্রাম্যমান আদালতে  পাঁচ হাজার টাকা জরিমানা  আদায় করে  মুচলেখার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।

ভোলা ড্রাগ সুপার বলেন, অভিযানের সময় কেমিস্ট সমিতির  সাধারণ সম্পাদক জালাল আহমেদের মেসার্স শওকত মেডিকেলসহ  পার্শ্ববর্তী ফার্মেসি মুহুর্তের মধ্যেই বন্ধ হয়ে যায়।চরফ্যাশনে অধিকাংশ ফার্মেসীতে নিন্ম মানের কোম্পানির ঔষধ বিক্রির অভিযোগ করেছেন অনেক ভোক্তারা।পর্যায়ক্রমে এসব দোকানে অভিযান চলবে।