চরফ্যাশনে কুকরি মুকরিতে ইকোপার্ক উদ্বোধন | সংবাদ চিত্র

চরফ্যাশনে  কুকরি মুকরিতে ইকোপার্ক উদ্বোধন  | সংবাদ চিত্র
চরফ্যাশনে  কুকরি মুকরিতে ইকোপার্ক উদ্বোধন  | সংবাদ চিত্র

ঈদুল আযহা সামনে রেখে  ভোলার চরফ্যাশনে কুকরি মুকরিতে  ইকোপার্ক উদ্বোধন হচ্ছে।

আজ সোমবার সকাল ১০টায় সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ইকোপার্কের উদ্বোধন করবেন।

দ্বীপ জেলা ভোলার সর্ব দক্ষিণে দক্ষিণ বঙ্গোপসাগরের কোলঘেষে অবস্থিত কুকরি মুকরি ইউনিয়নে ৫ কোটি টাকা ব্যয়ে ইকোপার্ক নির্মাণ করা হয়েছে।

নতুন এই ইকোপার্ক ঘিরে স্বপ্ন দেখছেন দ্বীপ ভোলাবাসী। ভ্রমন পিপাসু পর্যটকদের নিরাপত্তায় ইতোমধ্যে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

বনাঞ্চলে জীব বৈচিত্র্যের অভায়ারণ্য এবং পর্যটকদের প্রাকৃতিক পরিবেশে  বিনোদনের জন্য ইকোপার্ক নির্মাণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা এইচ এম শাহিন বলেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহোদয়ের উদ্যোগ ও প্রচেস্ঠায়  কুকরি  মুকরিতেতে ইকোপার্ক  নির্মাণ করায় আমরা খুবই আনন্দিত।ইকোপার্ক উদ্বোধনের মাধ্যমে বিভিন্ন পেশার মানুষ অর্থনৈতিকভাবে কর্মসংস্থানের মাধ্যমে তাদের ভাগ্যের  ইতিবাচক পরিবর্তন হবে।  

চারদিকে বনাঞ্চল ঘেরা সমুদ্রবেস্ঠিত নয়নাভিরাম নান্দনিক ইকোপার্ক যেন মিনি সুন্দরবনের অবয়বে সারিসারি ম্যানগ্রোভ বনাঞ্চল। 

গহীন অরণ্যে  দেখা মিলবে মায়াবি হরিণ, শিয়াল, বানর,বন মোরগ,বন রুই,, সাপ,ভোদরসহ  নানা প্রজাতির জলজ প্রাণিকূলের অবাধ বিচরন।

ছোট বড় অসংখ্য রঙ্গিন বোট নিয়ে ইকোপার্কের দৃষ্টিনন্দন স্থাপনা দেখতে যেতে হবে নারকেল বাগান।নারকেল বাগানে যদিও নারকেল" না থাকলেও  বঙ্গোপসাগর কোলবেস্ঠিত পাললিক মৃত্তিকায় রয়েছে কাঁদা ও বালুময় সৈকত।