চরফ্যাশনে বাইক চুরির মামলায় শো রুমের কর্মচারী আটক |সংবাদ চিত্র

চরফ্যাশনে বাইক চুরির মামলায় শো রুমের কর্মচারী  আটক |সংবাদ চিত্র

আরিফ হোসেন, নিজস্ব প্রতিবেদক।।ভোলার চরফ্যাসন পৌরসভা ০৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রায়হান নামের একজনের টিভিএস আ্যপাচি ৪ভি মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার চরফ্যাসন সদর থেকে এই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এঘটনায় রায়হান বাদী হয়ে ওই দিন চরফ্যাসন থানায় অজ্ঞাত আসামী করে একটি চুরির মামলা দায়ের করেন। এর পর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে টিভিএস শোরুমের কর্মচারী ফাইজুল ইসলাম সাইমুনকে গ্রেফতার করে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাসন থানার এসআই (নিঃ) প্রবোধ দাশ। ফাইজুল ইসলাম সাইমুন (২০) চরফ্যাসন পৌরসভা ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেফতারের লক্ষ্যে ৮ মে বিকাল সাড়ে ৪টার দিকে এস আই (নিঃ) প্রবোধ দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেলসহ টিভিএস শোরুমের কর্মচারী ফাইজুল ইসলাম সাইমুনকে পৌরসভা ৬নং ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অপরাধের সাথে সম্পৃক্ত থাকার সত্যতা স্বীকার করেছে। 

পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত সাইমুন দীর্ঘদিন যাবত চরফ্যাসনের টিভিএস মোটরসাইকেল শোরুমে চাকুরি করতেন। শোরুে থেকে যারা কিস্তিতে গাড়ি কিনতেন তাদের একটি চাবি কিস্তির টাকা পরিশোধ না করা পর্যন্ত শোরুমে রক্ষিত চাবি দিয়ে মোটরসাইকেল চুরি করা হত।

চরফ্যাসন থানার ওসি মোরাদ হোসেন জানান, চোর চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।