এমবাপ্পে ইস্যুতে পিএসজির প্ল্যান ‘বি’-তে যা আছে

এমবাপ্পে ইস্যুতে পিএসজির প্ল্যান ‘বি’-তে যা আছে
ফাইল ছবি

আসছে গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে পাড়ি দেওয়ার ব্যাপারে কিলিয়ান এমবাপ্পের আগ্রহের বিষয়টি বেশ ভালোই জানা পিএসজির। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলারকেই ছাড়াই এখন পরিকল্পনা সাজানো শুরু করেছে ক্লাবটি।

এমবাপ্পের বিদায় যে একটি বাস্তব সম্ভাবনা, বিষয়টি পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো এবং তার টিম বেশ ভালোভাবেই অবগত। তাই তারা বিকল্পও ভাবতে শুরু করেছেন।

আর তাদের বিকল্প তালিকায় প্রথম নামটি হচ্ছে আর্লিং হালান্ড। নরওয়ে জাতীয় দলের এই তারকা আসছে গ্রীষ্মে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ছাড়তে পারেন। তরুণ এই তারকা এই মুহূর্তে ইউরোপের অন্যতম চাহিদা সম্পন্ন ফুটবলার।

ফরাসি দৈনিক লেকিপ’র খবর হালান্ডের এজেন্টের সঙ্গে এরই মধ্যে আলোচনাও শুরু করেছেন লিওনার্দো।

হালান্ডের সঙ্গে লিওনার্দোর সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন পল পগবা এবং ‍লুকাস পাকেতা।

আসছে গ্রীষ্মে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পগবা। তাকে ঠিক এমবাপ্পের বিকল্প হিসেবে ভাবছে না পিএসজি। মধ্যমাঠে শক্তি বাড়ানোর ভাবনা থেকেই পগবাকে নিয়ে পরিকল্পনা তাদের। আর ব্রাজিলিয়ান পাকেতা ব্যক্তিগতভাবে লিওনার্দোর প্রিয়।