চরফ্যাশনের ইউএনও আল নোমান ভোলা জেলায় শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা

চরফ্যাশনের ইউএনও আল নোমান ভোলা জেলায় শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা

ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান ভোলা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। বিশেষ করে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য জেলা বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নির্বাচিত করে।  

কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ তৌফিক ই- লাহী চৌধুরী ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি তালিকা গতকাল সোমবার প্রকাশ করা হয়। 

জানাগেছে,জাতীয় পদক প্রদানের লক্ষ্যে জেলা পর্যায়ে বাছাই সম্পন্ন হওয়ায় পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে বাছাই অনুষ্ঠিত হবে। আল নোমান ভোলা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় বরিশাল বিভাগীয় পর্যায়ে বাছাই কার্যক্রমের প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পেলেন। বিভাগে শ্রেষ্ঠ হলে তিনি জাতীয় পর্যায়ে বাছাইয়ের জন্য নির্বাচিত হতে পারেন। 

জানা যায়, ইউএনও আল নোমান একজন সৎ,অভিজ্ঞ ও নিষ্ঠাবান অফিসার। চরফ্যাশন উপজেলায় দায়িত্ব গ্রহনের পর থেকে তিনি এই এলাকার সরকারের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।  

জেলা প্রশাসকের প্রতিটি নির্দেশনা ও স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে তিনি প্রতিটি কাজ দ্বায়িত্ব ও নিষ্ঠার সাথে সম্পন্ন করছেন। 

স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি প্রকল্প পরিদর্শনে তার জুরি নেই।
প্রাথমিক শিক্ষার উন্নয়নে তার ভুমিকা আরো উজ্জল।  

প্রতি মাসে তিনি ন্যূনতম ৫০টি স্কুল ভিজিট করেন। সেখানকার সমস্যা চিহ্নিত করণসহ সমাধানের উদ্যোগ নিয়েছেন। 

করোনা পরবর্তী কালে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি শতভাগে উন্নীত করা ও ঝরে পড়ারোধে নানা প্রকার পরামর্শ প্রদান করায় অনেক সাফল্য আসে। বিদ্যালয় প্রাঙ্গণে বাগান বিলাস ও  বৃক্ষ রোপণ,মাল্টিমিডিয়ায় ক্লাশ গ্রহন, শেখ রাসেল ডিজিটাল ক্লাবের মাধ্যমে ছাত্র- শিক্ষকদের কর্মমুখী প্রশিক্ষণ প্রভৃতিসহ তার নানা কর্মসূচীর মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। 

পাঠ্য বইয়ের পাশাপাশি দেশে টেকসই উন্নয়নের লক্ষ্যে নৈতিক শিক্ষা কার্যক্রমের উপর গুরুত্বারোপ করায় শিশুদের মাঝে মানবিক বিকাশ ও উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে।  

শিশুরা ভালো কাজ করতে আগ্রহী হচ্ছে। সেই সঙ্গে তারা পাঠে মনোযোগী হচ্ছে। স্কুলে উপস্থিতির হার অনেক বেড়েছে। শিক্ষকদের আন্তরিকতাও অনেকাংশে বেড়েছে। তারা যথাসময়ে স্কুলে যাচ্ছেন এবং প্রস্থান করছেন।  

উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন,প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি,নৈতিক শিক্ষার প্রসার ও টেকসই উন্নয়নে তিনি নিয়মিত কাজ করছেন।  

কারণ প্রাথমিক শিক্ষার মাধ্যমেই একটি জাতিকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।