উন্নয়ন দেখতে এখন মানুষ চরফ্যাশনে আসছে : জ্যাকব

উন্নয়ন দেখতে এখন মানুষ চরফ্যাশনে আসছে :  জ্যাকব
চরফ্যাশন  উপজেলা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এমপি জ্যাকব -ছবি সংবাদ চিত্র
উন্নয়ন দেখতে এখন মানুষ চরফ্যাশনে আসছে :  জ্যাকব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, চরফ্যাশনকে রাজধানী করতে পারবোনা কিন্তু এই এলাকার অবিস্মরণীয় উন্নয়ন দেখতে রাজধানীর মানুষ আসবে। পৃথিবীর অনেক দেশ থেকে "জ্যাকব টাওয়ার" দেখতে পর্যটকরা চরফ্যাশনে আসছেন।এই টাওয়ার বাংলাদেশের প্রথম এবং দেশের সেরা স্থাপণা। আমি এপর্যন্ত বিশ্বের ১শ২টি দেশ ভ্রমনের সুযোগ পেয়েছি এবং ভ্রমনের এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি আমার নির্বাচনী এলাকা চরফ্যাশন ও মনপুরায় ব্যাপক উন্নয়ন করেছি।মানুষ এখন  এলাকার উন্নয়নে বিশ্বাস করে।

আজ ২৯ জুন সন্ধ্যা ৭টায় হোটেল মারুফ ইন্টান্যাশনালে চরফ্যাশন  উপজেলা  ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের "ঈদ পুর্ণমিলনী" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় এপর্যন্ত অনেক উন্নয়ন করছি। আবার নির্বাচিত হলে এমন উন্নয়ন করবো যা দেখতে  দেশ বিদেশের মানুষ আরও অভিভুত হবে। আমার বিশ্বাস  ব্যাপক উন্নয়নের কারনে আগামী নির্বাচনে জনগন আবারও তাদের জনপ্রতিনিধি হিসেবে আমাকে  নির্বাচিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ও প্রেসক্লাব সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র ও চরফ্যাশন উপজেলা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি  ইঞ্জিনিয়ার  মোঃ মাসুদুর রহমান।