চরফ্যাশনে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার | সংবাদ চিত্র

চরফ্যাশনে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার | সংবাদ চিত্র

ভোলার চরফ্যাশনে মেঘনায় ট্রলার ডুবির  ঘটনায়  পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

৬ জেলে উদ্ধার হলেও এখনও   নিখোঁজ ২ জেলে।
২৫ জুন চর নিজামের ট্রলার ডুবির ঘটনা ঘটে।
ঘটনার ৫ দিন পর আজ দুপুরের দিকে রাঙ্গা বালির সোনারচরে নিখোঁজ জেলেদের ভাসমান  লাশ উদ্ধার করা হয়েছে।
তারা হলেন , মোঃ হারুন দর্জি(৪৩), শরীফ হোসেন(২২), আবদুস সাত্তার(৩৮), নুরুল ইসলাম(৭৮) ও ফজলে করিম(৬৫)। এদের মধ্যে নুরুল ইসলামের বাড়ি চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে। অন্য চার জনের সবার বাড়ি  পূর্ব চর মাদ্রাজ ৭ নম্বর ওয়ার্ডে।

চরফ্যাশন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, গত ২৫ জুন রাতে চর মাদ্রাজ এলাকার কুট্রি জয়নালের ফিশিং বোটের মোঃ জাহাঙ্গীর মাঝিসহ ১৩ জেলে নিয়ে চরফ্যাশন উপজেলার চর নিজাম সংলগ্ন তিনচর এলাকার ঝড়ের কবলে পড়ে মেঘনায় সাগর মোহনায় ফিশিং ট্রলার ডুবে যায়।

এখনও রহিম মাঝি (৫৩) ও সিহাব (১৫) নামের দুই জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ২ জেলের সন্ধানে কোস্টগার্ড কাজ করছে।