চরফ্যাশনে প্রভাষক শামীম সরদারের লেখা বইয়ের মোড়ক উন্মোচন | সংবাদ চিত্র

চরফ্যাশনে প্রভাষক শামীম সরদারের লেখা বইয়ের মোড়ক উন্মোচন | সংবাদ চিত্র

ভোলার চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায়  ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং দুপুর ৩:০০টায়   English Language Council -এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন কারামাতিয়া কামিল(এম. এ.) মাদ্রাসার  অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আমিন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন কারামাতিয়া কমিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ ফজলুর রহমান ও চরফ্যাশন থানার উপপরিদর্শক (S.I.) মোঃ মাহবুবুর রহমান  এবং উপস্থিত ছিলেন চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার গনিত শিক্ষক মোঃ ইব্রাহীম খলিল।
এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

English Language Council এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন English Language Council এর প্রশিক্ষক ও এই বইয়ের লেখক; চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ.) মাদ্রাসার ইংরেজী প্রভাষক মোঃ শামিম সরদার। তিনি সংক্ষিপ্তভাবে  Smart English Grammar  বইয়ের বিভিন্ন দিক নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আমিন বলেন, নতুন ভার্সনের  এই বই শিক্ষার্থীরা  উপকৃত হবে। দিকনির্দেশনামুলক Smart English Grammar বইয়ের লেখককে ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্য পেশ করেন।


পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে Smart English Grammar for All এবং English language Council এর সফলতা কামনা করে মোড়ক উন্মোচন  করেন অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন।