চরফ্যাশনে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার--সংবাদ চিত্র

চরফ্যাশনে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার--সংবাদ চিত্র

মোঃআমিনুল ইসলাম।।চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিয়াউদ্দিন সোহাগ কে পুলিশ গ্রেপ্তার করেছে।

শনিবার (২৮ মে) বিকাল ৪ টায় ভোলার বাপ্তা ইউনিয়নের চরনোয়াবাদ গ্রাম থেকে চরফ্যাশন থানার এসআই শাহিন এর নেতৃত্বে  পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।

এরপর ভোলা থেকে  রাতেই চরফ্যাশন থানায় আনা হয়। জিয়াউদ্দিন সোহাগ আছলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশির আহাম্মদ মিয়ার ছোট ছেলে৷

এলাকা সূত্রে জানা যায়, জিয়াউদ্দিন সোহাগের  তার বাবা- মা, ভাই বোন এবং এলাকার সাধারণ মানুষের সাথে খারাপ আচরন করতো।এলাকায় চুরি  ছিনতাই  সন্ত্রাস করে মানুষের কাছে নিন্দিত।গালমন্দ ছাড়া কারও সাথে কথা বলতোনা।তার অত্যাচারে মানুষ অতিষ্ট। একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।বিভিন্ন মামলায় চরফ্যাশন থানা পুলিশ তাকে বিভিন্ন জায়গায়  রাজনৈতিক দাপট দেখিয়ে  এলাকায় অস্হিতিশীল করে আসছিল। মামলায় সাজা হওয়ার পরে সে দীর্ঘদিন পলাতক ছিল।

তিনি দীর্ঘদিন যাবত এলাকায় অরাজক পনিস্হিতি  সৃস্টি করে  করে  আসছিল।তার আপন ভাই জামাল কে হত্যার উদ্দেশ্যে  মারাত্নকভাবে  কুপিয়ে জখম করে।ওই মামলায় আদালত তাকে ৫ বছরের সাজা প্রদান করে। সোহাগ  দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিল। সোহাগের গ্রেপ্তারের সংবাদ শুনে এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।আসলামপুরে আনন্দের বন্যা বইছে।

চরফ্যাশন থানার এসআই শাহিন জানান, সাজাপ্রাপ্ত আসামি জিয়াউদ্দিন সোহাগ দীর্ঘদিন বিভিন্ন স্থান পরিবর্তন করে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে শনিবার ভোলা থেকে সাজাপ্রাপ্ত আসামী সোহাগ কে গ্রেপ্তার করে থানা আনার পরে আদালতে উঠানো হয়েছে। এরপর বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।